আমি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করছি ২০১২ সাল এ আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করছেন কত সালে ?
ফরেক্স মার্কেট এ ট্রেড করে কি কি শিখলেন ?
Printable View
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করছি ২০১২ সাল এ আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করছেন কত সালে ?
ফরেক্স মার্কেট এ ট্রেড করে কি কি শিখলেন ?
আমি ফরেক্স মার্কেটে এসেছি 2013 সালের সেপ্টেম্বর মাসে৷আমি তখন কোন প্রকার ব্যবসা করার জন্য এই মার্কেটে আসি নাই৷এসেছিলাম শুধুমাত্র এখানে সময় কাটানোর জন্য৷আমার ধারণা ছিল এই ব্যবসা আমার দ্বারা কখনোই সম্ভব নয় কিন্তু সময়টা ভালো কাজে কাটানো যাবে৷তারপর ধীরে ধীরে দেখতে থাকলাম যে কিছু কিছু profit সত্যিই হাতে চলে আসছে এবং কোথাও কোন প্রকার সমস্যা নাই৷তখন মনে হল এই ব্যবসা করা সম্ভব হবে৷তাই ধীরে ধীরে নিয়মিত ট্রেডিং কৌশলগুলো শেখার চেষ্টা শুরু করলাম৷ফরেক্স মার্কেটে ট্রেড করতে করতে প্রথমত নিজেকে চিনতে পেরেছি,জানতে পেরেছি “আমি কত বড় ধৈর্য্যহীন- লোভী- অধম-অযোগ্য”৷শিখতে পেরেছি ব্যবসা কিভাবে করতে হয়,মানি ম্যানেজমেন্ট মেনটেইন করে কিভাবে প্রফিট করতে হয়,সারা বিশ্বের অর্থনীতির পরিচয় জানতে পেরেছি,সারা বিশ্বে কিভাবে চারটি সেশনে লেনদেন হয়,বিশ্ব অর্থনীতির তুলনায় আমাদের বাংলাদেশের অর্থনীতি কতটুকু পিছিয়ে আছে তাও বুঝতে পারছি,উন্নত দেশগুলোর তুলনায় আমরা বাংলাদেশীরা ব্যবসার জন্য কত অযোগ্য তার প্রকৃত কারনগুলোও বুঝতে পারছি৷
হ্যা ভাই আমিও আপনার মত ২০১২ সাল থেকে এই ফরেক্স মার্কেটের সাথে জড়িত। তাই ফরেক্স সম্পর্কে এতটুকুই বলতে পারি যে এই ব্যবসাটা আসলেই আপনার জীবন পাল্টে দিতে পারে, যদি আপনি ধৈর্য্য নিয়ে কয়েকটি বছর ফরেক্সের প্রপার জ্ঞানটুকু নিজের মধ্যে নিতে পারেন। তাহলে আশা করা যায় যে, ভবিষ্যতে কোন এক সময় আপনি সফলতা অর্জন করতে পারবেন, তবে টিকে থাকার চেষ্টা করে যেতে হবে সব সময়।
আমি অবশ্য আপনার এক বছর পরে মার্কেট এ ইন করেছি। কিন্তু এখনও প্রফিটেবল হতে পারি নি। আলটিমেট লুজার হয়ে আছি এই মার্কেট এ। পর পর তিন মাস বেশ ভাল প্রফিট করি কিন্তু এক মাসে তা জিরো করে ফেলি। অবশ্য কম বেশি সব সময় নিজের ডিপোজিট বের করতে পারি এটাই সান্তনা। তারপরও লেগে আছি। দেখি কোথাকার পানি কোথায় গড়ায়।
আপনি অনেক পুরানো একজন ট্রেডার এবং দীর্ঘদিন ফরেক্স মার্কেটে টেড করছেন নি:সন্দেহে আপনার অভিজ্ঞতা অনেক বেশি এবং শিখছেনও অনেক কিছু আমিও ফরেক্স মার্কেটে এসেছি ২০১১ সালের মাঝামাঝি কিন্তু আমি মনে করি ফরেক্স মার্কেটে শেখার কোন শেষ নেই আমি প্রতিদিনই নতুন কিছু শিখছি প্রবলেম টা হল আগের শেখাটা ভুলে যাই, ধন্যবাদ।
ফরেক্স মার্কেটে আমার 2018 সাল থেকে যাত্রা শুরু হয়েছে এবং এই অবধি আমি ফরেক্স মার্কেটে কাজ করে আসছি আমি ইনস্টল ব্রোকার হাউজ এই প্রথম থেকে কাজ করে আসছি এটাই আমি যথেষ্ট সন্তুষ্ট এবং আমার কখনো অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা হয়নি পরে কি করে আমি খুবই খুশি তার কারণ এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেটে আয় করতে সক্ষম হচ্ছি
আমি ফরেক্স মার্কেট আসি ২০১৫ সালের মাঝমাঝি সময়ে।অনেক কাটখর পরি আমি এখনো ফরেক্স মার্কেটে টিকে আছি।অনেক কষ্ট অর্জিত পথ অতিক্রম করলেও আজও আমি নিজেকে প্রফেশনাল মানের ট্রেডার এর কাতারে নিজেকে পৌছাতে পারিনি।তবে সামান্য একটু ভুল আমার জীবনে বড় কাল হয়ে দারিয়েছে।সেটা হল আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা।আমি যখন একটি নিয়মে ট্রেড করি তখন লাভ করি।আর যখনি কোন নিয়ম কানুনের তোয়াক্কা করিনা তখনি লস করি।