আজকে যাদের ট্রেড রানিং ছিল কার কি অবস্থা। যদিও মূভমেন্ট খুব একটা বেশি হয় নি তার পরও মনে হয় অনেকেই বেশ ভাল রকম লস খেয়েছেন এবং কেউ কেউ বেশ ভাল রকমের প্রফিটও করেছেন বলে মনে হয়। আমি অবশ্য আগেই এক্সিট করে নিয়েছিলাম কিন্তু হাতে নিশপিশ করছিল বলে ২০ পয়েন্ট এর তিনটা ট্রেড নিয়েছিলাম। সেইফলি এক্সিট করেছি। খালি প্লাটফর্ম দেখতে ভালই লাগে।