-
পেন্ডিং অর্ডার কৌশল
পেন্ডিং অর্ডার কৌশল
আমি যে বিষয়টা নিয়ে লিখতে চাচ্ছি তা হলো পেনডিগ অর্ডার কৌশল। এটা সম্পর্কে আমরা মোটামোটি সকলেই জানি। যারা জানিনা তারা আজ জানবো আর যারা জানি তারা আমার ভুল হলে তা সংশুধন করে দিবেন। এই পোস্টে আমরা জানবো __
১। পেন্ডিং অর্ডার কি এবং কেন?
২। পেন্ডিং অর্ডার দিয়ে লাভ করতে হলে কি কি জানতে হবে?
৩। পেন্ডিং অর্ডার এর সুবিধা-অসুবিধা
৪। MT4 তে পেন্ডিং অর্ডার কিভাবে দিতে হয়?
৫। এবং সর্বশেষে পেন্ডিং অর্ডার এর উপর একটা ভিডিও দেখব।
তাহলে শুরু করা যাক_________
১। পেন্ডিং অর্ডার কি এবং কেন?
সহজ কথায় পেন্ডিং অর্ডার হল একটা নির্দিষ্ট প্রাইস লেভেলে ট্রেড ওপেন করার জন্য আপনার ব্রোকার কে অনুরুধ করা। মনে করুন আপনি EURUSD এর ১.২১৮০ তে একটা বাই এন্ট্রি নিতে চাচ্ছেন কিন্ত আপ্নি জানেননা কখন এই পাইসে মার্কেট আসবে আর সারাদিন আপনার চার্টের সামনে বসে থাকাও সম্ভবনা তাই আপনি আপনার ব্রোকার কে অনরধ করতে পারেন যে এই লেভেলে মার্কেটের প্রাইস আসলে একটা বাই এন্ট্রি দিতে। যখন মার্কেট আপনার কাঙ্ক্ষিত লেভেলে আসবে তখন নিজে নিজেই আপনার ট্রেড ওপেন হয়ে যাবে।
আজ এই পর্যন্তই। পরবর্তীতে বাকি অংশ আলোচনা করব। আমার অন্যান্য ট্রেডিং কৌশল গুলো পড়তে এখানে ক্লিক করুন।
-
ফরেক্স মার্কেটে পেন্ডিং অর্ডার করে ট্রেডে এন্ট্রি করার জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন পড়ে৷নতুন শিক্ষানবিশ ট্রেডারগণ পেন্ডিং অর্ডার করতে গিয়ে অনেক ভুল ট্রেড করেন৷ফলে প্রচুর লস হয়,ঘন ঘন stop loss হিট করে এবং এভাবে প্রায়ই ব্যালেন্সও শুন্য হয়ে যায়৷তাই নবাগত শিক্ষার্থী ট্রেডারগন কখনোই পেন্ডিং অর্ডার করে ট্রেড ওপেন করতে চেষ্টা করবেন না৷প্রথমে শিখুন-”কোথায় এবং কিভাবে অর্ডার করলে আপনার profit আসবে”৷আর এজন্য আপনি আপনার ট্রেডিং চার্টে Trend এবং support resistance level গুলো খুব ভালো করে শিখার চেষ্টা করবেন৷ trend and support resistance level গুলো যদি ভালোভাবে চিনতে পারেন-জানতে পারেন-বুঝতে পারেন কেবলমাত্র তাহলেই পেন্ডিং অর্ডার দিয়ে প্রফিটেবল ট্রেড করার যোগ্যতা অর্জন করতে পারবেন৷পেন্ডিং অর্ডারের অনেক সুবিধা আছে,যেমন আপনাকে সারাক্ষণ পিসির সামনে বসে থাকার কোনো প্রয়োজন পড়বে না৷সঠিকভাবে পেন্ডিং অর্ডার সেট করে দিয়ে আপনি নিশ্চিন্তে অন্য যেকোনো কাজে ব্যস্ত থাকতে পারবেন৷আপনার profit স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সে যোগ হয়ে যাবে৷
-
ভাই, এই ফোরামে এসে কম বেশি অনেক জিনিসই জানতে পারছি। পেন্ডিং অর্ডার তেমনই একটা বস্তু। আমিও এক সময় সারাদিন খালি ট্রেড এর সুযোগ খুজতাম। একটা সুযোগ পাইলেই সাথে সাথে এন্ট্রি। এভাবে দেখতে দেখতে আমার ইকুইটি শেষ হয়ে যেত এবং এক সময় আমি খালি আ্ল্লাহ আল্লাহ করতাম এই বুঝি আমার একাউন্ট গেল গেল বলে। এক সময় সত্যি সত্যি একাউন্ট জিরো হয়ে যেত তখন বেশ খারাপও লাগত। এখন পেন্ডিং অর্ডার সেট করার কারনে সারাদিন ট্রেড নিতে হয় না ঠিকই কিন্তু তারপরও মাঝে মঝে হয়েও যায়।
-
আসলে এটা যেমন কাজের তেমনি অকাজেরও। যদি আপনি জানেন এবং বুঝেন এটা কি তবেই ঠিকাছে। কারণ পেন্ডিং অর্ডার যদি ঠিক জায়গায় ঠিক লটে ট্রিগার করতে পারেন তবেই আপনি সেই লেভেলের গেইনার। আর যদি ঠিক জায়গায় ট্রিগার না করে রং জায়গায় ট্রিগার করেন তবে হিতে বিপরীত তো হবেই - সাথে অনেক বড় মাশূলও দিতে হতে পারে।
-
ভবিষ্যতে কোন একটি সময়ে বা একটি নির্দিষ্ট প্রাইসে উপরে বা নিচে স্বয়ংক্রিয় ভাবে বাই বা সেল অর্ডার অর্ডার প্রাদান করা হল পেন্ডিং অর্ডার। কিভাবে অর্ডার এবং পেন্ডিং অর্ডার সেট করবেন তার ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য নিচের এই লিঙ্কটি অনুসরন করতে পারেন - https://www.instaforex.com/bd/video_...instaforex.php
-
ফরেক্স ট্রেডিং ব্যবসায় শর্টকাট একটি অত্যন্ত নিষিদ্ধ যদি আপনি শর্টকাট নেন এবং ফরেক্স ট্রেডিংয়ে সাফল্য পেতে চান তবে ফরেক্স মার্কেটে সম্ভব নয় তাই সর্বদা ইতিবাচকতা এবং আপনার চুলের শ্রেষ্ঠত্ব নিয়ে কাজ করুন এবং আপনার সময়টি আরও বেশি করে ফরেক্স ট্রেডিং ব্যবসায়ে ব্যয় করুন এবং জবাব দিন সর্বাধিক পোস্টের পরে আপনি স্বয়ংক্রিয়ভাবে বড় বোনাস পান যা আমরা আপনার প্রকৃত ট্রেডিং অ্যাকাউন্টে ব্যবহার করতে পারি
-
পেন্ডিং অর্ডার হল কোন ট্রেডার কোন একটি কারেন্সি পেয়ারে একটি ট্রেড নির্দিষ্ট প্রাইসে গেলে সেখানে ট্রেডটি ওপেন করার জন্য ব্রোকারকে অনুরোধ জানানো। একটি উদাহরণ এর সাথে বিষয়টি বুঝে নেওয়া যাক। ধরুন আপনি eur/usd পেয়ায়রে ট্রেড এটি পেন্ডিং অর্ডার করতে চান এখন আপনাকে স্থির করতে হবে যে প্রাইস কোন লেভেলে গেলে আপনার অর্ডারটি ওপেন হবে। এখন আপনি ধরুন eur/usd পেয়ারে বর্তমান প্রাইস হল ১.২০০০ এখন আপনি চান যে প্রাইস ১২৫০ তে গেলে সেখানে একটি ট্রেড ওপেন হবে। আর প্রাইস যদি বাড়তে বাড়তে সেই প্রাইস চলে যায় তাহলে সেখানে একটি স্বয়ংক্রিয়ভাবে একটি ট্রেড ওপেন হয়ে যাবে। এই ক্ষেত্রে সারাদিন আপনাকে কম্পিউটার এর সামনে বসে থাকতে হবে না। কম্পিউটার বন্ধ থাকলে ও ট্রেডারের ট্রেডটি ওপেন হয়ে যাবে।
-
সহজ কথায় পেন্ডিং অর্ডার হল একটা নির্দিষ্ট প্রাইস লেভেলে ট্রেড ওপেন করার জন্য আপনার ব্রোকার কে অনুরুধ করা। মনে করুন আপনি eurusd এর ১.২১৮০ তে একটা বাই এন্ট্রি নিতে চাচ্ছেন কিন্ত আপ্নি জানেননা কখন এই পাইসে মার্কেট আসবে আর সারাদিন আপনার চার্টের সামনে বসে থাকাও সম্ভব না। তাই আপনি আপনার ব্রোকার কে অনুরধ করতে পারেন যে এই লেভেলে মার্কেটের প্রাইস আসলে একটা বাই এন্ট্রি দিতে একেই পেন্ডিং অর্ডার বলে।
-
হ্যাঁ প্রিয় সাফল্য এবং ব্যর্থতা উভয়ই ব্যবসায়ীর উপর নির্ভর করে। একজন অভিজ্ঞ ব্যক্তি, তীক্ষ্ণ দক্ষতা এবং ভাল কৌশলযুক্ত ব্যক্তির সাফল্যের আরও সম্ভাবনা থাকে। অন্যদিকে এমন কোনও ব্যক্তির যার জ্ঞান ও দক্ষতা নেই, ব্যবসায়িকভাবে যেকোন পরিকল্পনার মাধ্যমে ব্যবসায়িক কাজ শুরু করুন যার ফলে তাকে ক্ষতিগ্রস্থ হতে হবে। সুতরাং সাফল্য বা ব্যর্থতা উভয়ই বাজারের উপর নির্ভর করে না। একজন ভাল ব্যবসায়ী সর্বদা তার ত্রুটিগুলি সন্ধান করে এটি উন্নত করে।