-
এরকম কার কার হয়!
আমি যখনই কোন ট্রেড এ এন্ট্রি নেই তখনই কোন মার্কেট আমার বিপরীত দিকে মুভ করতে শুরু করে। এমন মনে হয় যেন মার্কেট আমার ট্রেড টারই অপেক্ষায় ছিল। আবার আমি এনালাইসিস করে রেখেছি এই পয়েন্ট থেকে মার্কেট এই পয়েন্ট অবধি যাবে, যদি ট্রেড নিয়ে থাকি তবে তা কখনও সেই লেভেল পর্যন্ত দূরে থাক প্রফিটেও যাবে না - কিন্তু যদি ট্রেড না নিয়ে খালি দেখি তবে শতভাগ ঐ পয়েন্ট পর্যন্তই যাবে। আমি একটা লসের ট্রেড লস নিয়ে এক্সিট করার সাথে সাথেই মার্কেট পক্ষে যেতে শুরু করে।
আমার সাথে কম বেশি সব সময় ই এরকম হয়ে থাকে। আপনাদের কারো সাথে কি এরকম হয়?
-
আপনি ভালো মানের এবং বড় টাইম ফ্রেমে ট্রেড করুন, লস হবে মনেকরে ট্রেড করুন। কত পিপস লস হলে আপনি খুশি হন তা ঠিক করুন তবে আমার মতে ৩০ পিপস লস শিকার করা ভালো, দেখবেন আপনার ট্রেড লস হচ্ছে না। মনগড়া ট্রেড নিকেন না। লাভ হলে তাড়াতাড়ি পজিশন ক্লোজ করবেন না বেশি পিপস নেওয়ার জন্য ট্রেড টি ধরে রাখুন, তাতে আপনার লস হলেও। আর আপনি যেটা বললেন আমার ও এমনটা হতো, এর কারন নতুন আবস্থায় ঘনঘন পজিশন ওপেন করার কারনে। তাড়াতাড়ি তড়িঘড়ি করে ট্রেড করি না।
-
সাধারণত এই সমস্যাটা হয়ে থাকে লেস কনফিডেন্স হলে বা যদি আপনি ট্রেড করার আগে সিউর না হোন কি হতে পারে তাহলে। এই সময় কম বেশি সব ট্রেডারই পার করে আসে। এখান থেকে ওভার কাম করার একটাই রাস্তা তা হল অযথা পজিশন ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে হবে। কনফিউজ জোনে ট্রেড করা যাবে না। কনর্ফাম এর জন্য ওয়েট করতে হবে। আর্লি এন্ট্রি এবং লেইট এস্কিট দুটোই ক্ষতিকর ট্রেডিং এর জন্য।
-
এই মার্কেটে দ্রুত প্রফিট করার জন্য আমরা প্রচণ্ড অস্থিরতায় ভুগতে থাকি৷ফলে ঠান্ডা মাথায় সঠিক entry-level গুলো দেখে ট্রেড করতে ব্যর্থ হই৷নতুন অবস্থায় অনভিজ্ঞতা ও অদক্ষতার কারণে আমরা শুরুর দিকে সাধারণত রেসিসট্যান্স লেভেল গুলোতেই Buy করে থাকি আর সাপোর্ট লেভেল গুলোতেই Sell করে থাকি৷আর যখনই আমরা এভাবে কোন ট্রেডে entry করি ঠিক তখনই অতি স্বাভাবিক ভাবেই market আমাদের বিপরীত দিকে মুভ করবে৷কারন আমরা তখন জানিনা-বুঝিনা যে “কোথায়,কীভাবে এবং কেন Buy/Sell এন্ট্রী করতে হবে”৷এটা আমাদের অনভিজ্ঞতা ও অদক্ষতার কারণে এরকম সকলেরই হয়ে থাকে৷অন্যান্য সবার মতো আপনারও ঠিক এই একই সমস্যা হচ্ছে ও আরোও হবে৷
-
এটা অনেকের সাথেই হয় এমন ক আমার সাথেও অনেক বার হয়ছে ট্রেড করার পর লস এ চলে যায় আবার ট্রেড স্টপ লস ও হিট করে আপনার মত একজন কে দেখলাম আপনার মত পোস্ট করছে সে বলছে যেই ট্রেড থাকে সেই ট্রেড করে উলটা ট্রেড করে সে এখন লাভ করছে তবে চেক লিস্ট মেনে ট্রেড করলে অনেক ভাল লাভ করা যায়
-
আপনার মতো অবস্থা আমারও হতো যখন আমি নতুন ট্রেডার ছিলাম. এই সমস্যা থেকে আমাকে মুক্তি দিয়েছিলো যখন আমি লং টাইম ফ্রেমে ট্রেড করতে শুরু করি এবং ট্রেড দিয়ে ভুলে যাই অর্থাৎ পিসির সামনে থেকে চলে যাই.
-
আসলে যে কথা আপনি বলছেন এই অবস্থা সবারই হয় যখন নতুন থাকে। কারণ নতুন অবস্থায় আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন গুলো সম্বন্ধে কোন জ্ঞান থাকে না তাই। আপনি এই অবস্থা থেকে মুক্তি পেতে পারেন লং টাইমফ্রেমে ট্রেড করলে। আর আপনার ট্রেডিং সিস্টেম এর সিগ্ন্যাল অনুযায়ী ট্রেড করুন। সিগ্ন্যাল না মেনে কখনও ট্রেড করবেন না, আর সিগ্ন্যাল কনফার্ম করে নিবেন। অযথা ট্রেড অপেন করবেন না। ট্রেড কম করুন কিন্তু কোয়ালিটি ট্রেড করুন।
-
ফরেক্স মার্কেট কারণ কোথায় বা কারণ মূলত গতিতে চলে না ফরেক্স মার্কেটে ট্রেড করে একজন ট্রেডারকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হয় ফরেক্স মার্কেট এমন নয় যে ট্রেড নেওয়ার সাথে সাথেই প্রফিট অর্জন করা যাবে ফরেক্স । মার্কেটে অবশ্যই ধৈর্যের বিকল্প কিছু নেই অবশ্যই আপনি যদি ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করতে পারেন তাহলে অবশ্যই আপনি নির্দিষ্ট সময়ের ভেতর একটি ভালো ফলাফল অর্জন করতে পারবেন