-
টার্গেট করে ট্রেড করা
ফরেক্স মার্কেট অনেকে টার্গেট করে ট্রেড করে আর এই টার্গেট করে ট্রেড করতে যেয়ে তারা ফরেক্স মার্কেট এ লস করে কারন তার ট্রেডিং সিস্টেম এ ট্রেড ছিল না তাও যে ট্রেড করছে আমি বলবো টার্গেট করে ট্রেড করা ভাল কিন্তু টার্গেট পুরন করতে যেয়ে ভুল করে লস করা ভাল না তাই টার্গেট করে ট্রেড আসলেই ট্রেড করতে হবে
-
এই সপ্তাহে আমি এত ডলার লাভ করব এমন টার্গেট করে ট্রেড করাটা বোকামি। যত কম ট্রেড করব অ্যাকাউন্ট তত সেভ থাকবে। তাই ট্রেড করতে হবে জেনে বোজে
-
টার্গেট নিয়ে ফরেক্স এ ট্রেড করা উচিত নয়। কারণ কোন সপ্তাহে একটি ট্রেড ও নেওয়া যায় না তাহলে কি করবেন আপনি কি টার্গেট পূরন করার জন্য অযথা ট্রেড করবেন। আর টার্গেট নিলে রিস্ক বেশী নিতে হয় তখন আপনার লাভের চেয়ে লসের পাল্লা বেশী হয়ে যায়। তবে একটা আনুমানিক ধারণা রেখে ট্রেড করা ভাল যেমন : মাসে আমি এত গুলা পিপস নিবো। দৈনিক টার্গেট না থাকাই ভাল। কারন তখন আমাদের উপর একটি চাপ থাকে যা দিয়ে কখনও ভালভাবে ট্রেড করা যায় না।
-
ভাই আসলে এই ফরেক্স মার্কেটে আপনার যদি কোন নির্দিষ্ট টার্গেট না থাকে, তাহলে আপনি আপনার চাহিদা পূরণে পেছনে থেকে যাবেন। তাই টার্গেট করে ট্রেড করা ভাল, তবে তাই বলে আপনি কোন রং পজিশনে ট্রেড নিতে পারেন না। সেজন্য আপনাকে অবশ্যই সঠিকভাবে সবকিছু এ্যানালাইসিস ও বিবেচনা করে কাজ করতে হবে। এবং পজিশন না হওয়া পর্যন্ত ধৈর্য্য ধারন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে টার্গেট করে কিভাবে ট্রেড করবেন ? আপনি কত প্রফিটের জন্য টার্গেট করে ট্রেড করবেন ? ইত্যাদি নানা বিষয় আমাদের মাথায় ঘুরপাক খায়৷কিন্তু প্রকৃতপক্ষে আপনার ট্রেডিং চার্ট-ই আপনাকে বলে দিবে আপনি কতটুকু লাভ করার জন্য টার্গেট নিতে পারবেন অর্থাৎ আমরা যেই ট্রেডিং চার্টে এনালাইসিস করে ট্রেড করি সেখানে অবশ্যই trend এবং support/resistance level পরিষ্কারভাবে দেখে-বুঝে এন্ট্রি করতে হয়৷এই trend এবং support/resistance level গুলোই ট্রেডিং চার্টে দেখিয়ে দিচ্ছে কত পিপসে- কতটুকু রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী টার্গেট সেটআপ করতে হবে৷যেমন আপনার ট্রেডিং চার্টের রেসিসট্যান্স লেভেলে Sell দিচ্ছেন আর সাপোর্ট লেভেলে Buy করছেন তাহলে অবশ্যই যথাযথ সঠিক স্হানে স্টপলস ও টেকপ্রফিট সেট করে দিতে হবে৷এই ভাবে সেট করতে পারলেই পরিষ্কার বুঝতে পারবেন কতটুকু প্রফিট আপনি টার্গেট করতে পারলেন৷এখানে আপনার মন গড়া কোনোও টার্গেট করা যায় না৷
-
প্ৰত্যেক ট্রেডের কে আগে ঠিক করে নেয়া উচিত সে মাসে কত টাকা ইনকাম করবে. এমন একটি টার্গেট করে ট্রেড করলে লাভ হবে. তা না হলে না বুজে বার বার ট্রেড ওপেন করলে লস বেশি হবে. তাই আমি বলবো টার্গেট করে ট্রেড করা বুদ্ধিমানের কাজ.
-
আসলে টার্গেট ভাল জিনিস। এইটা আপনার সামনে থাকলে সুবিধা হয় কি রকম ভাবে ট্রেড করব। যদি আপনি ট্রেড করতে কনফিউজ হোন তবে টার্গেট করে ট্রেড করলে অতিরিক্ত ট্রেডের সম্ভাবনা হ্রাস পাবে। আর যদি আপনি নিজের উপর নিয়ন্ত্রন না রাখতে পারেন তবে এই মার্কেট আপনার জন্য নয়। এখানে সময় দিলে ঠিক ভাবে দিন। নতুবা সময় নষ্ট করবেন না।
-
আমার মনে হয় প্রাথমিক অবস্থায় আমাদের টার্গেট না করাটাই উত্তম। কারণ এই ব্যবসা খুবই ঝুকিপূর্ণ। আপনি যখন সাইডওয়ে মার্কেটে পড়ে যাবেন তখন আপনার টার্গেট পূরণের জন্য আপনি বেশি ঝুকি নিয়ে ট্রেড শুরু করবেন আর এতে আপনি আপনার মুলধন লস করতে পারেন। তাই টার্গেট ছাড়া যদি ট্রেড করেন আর দিনে অল্প মুনাফায় যদি সন্তুষ্টি থাকতে পারেন তাহলে আপনি খুব সুন্দরভাবে এই ব্যবসা হতে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন আর দিনে দিনে তা বৃদ্ধিও করতে পারবেন।
-
ফরক্স মার্কেটে টার্গেট করে ট্রেড করা উচিত নয়।তবে একটি নির্দষ্ট ট্রেডিং স্টেজি তৈি করে ট্রেড করা উচিত।আপনি যদি উক্ত ট্রেডিং স্ট্রেজি দিয়ে নিয়মিত প্রফিট করতে পারেন তাহল যতগুলা ট্রেড আপনার ট্রেডিং স্ট্রেজি আওতায় পরবে তা আপনি ওপেন করতে পারেন।টার্গেট নিয়ে ট্রেড করলে আপনি টার্গেট পূরন করতে যেয়ে আপনার একাউন্ট ফাকা করে ফেলবেন।
-
আসলে আমি মনে করি সবারই একটা নির্দিষ্ট লক্ষ নিয়ে কাজ করা উচিত। তবে এটাও ঠিক যে ফরক্স মার্কেটে টার্গেট করে ট্রেড করা উচিত নয়।কারন এখানে আপনি যতোই টার্গেট নিয়ে কাজ করেন না কেন আপনার সেই টার্গেট কখনোই পূরণ হবে না যদিও বা হয় সেটা কাকতালীয় ভাবে হয়ে থাকে। তবে আপনি একটি নির্দষ্ট ট্রেডিং স্টাটেজি তৈরি করে ট্রেড করতে পারেন। আপনি যদি আপনার ট্রেডিং স্ট্রাটেজি দিয়ে নিয়মিত প্রফিট করতে পারেন তাহল যতগুলা ট্রেড আপনার ট্রেডিং স্ট্রেজি আওতায় পরবে তা আপনি ওপেন করতে পারেন।টার্গেট নিয়ে ট্রেড করলে আপনি টার্গেট পূরন করতে যেয়ে আপনার একাউন্ট জিরো হওয়ার ঝুঁকি থাকে। ধন্যবাদ