ফরেক্স শিখি সবাই একসাথে/পর্ব-১৪
ব্রেক-আউট কি এবং কেন হয়-যখন আমরা আমাদের ট্রেডিং চার্টগুলোতে টেকনিক্যাল এনালাইসিসের সময় যেসব বিষয় গুরুত্ব সহকারে দেখে থাকি তার ভিতরে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই ব্রেক-আউট৷যখন কোন সাপোর্ট বা রেসিসটেন্স লেভেলকে পরিষ্কারভাবে একটি বড় ফুলবডি দিয়ে কেন্ডেল তৈরি করে ব্রেক বা ক্রস করে থাকে তখন তাকে ব্রেক-আউট বলা হয়৷মার্কেটে কোনো পেয়ারের প্রাইস তার নিজের নির্দিষ্ট ট্রেন্ডের কারনে রেসিসটেন্স লেভেলকে ব্রেক করে পরবর্তী সাপোর্ট লেভেলকে টেস্ট করে থাকে অথবা কোন সাপোর্ট লেভেলকে ব্রেক করে পরবর্তী রেসিসটেন্স লেভেলকে টেস্ট করে থাকে৷এটা ঐ পেয়ারের প্রাইস ভ্যালূর ট্রেন্ডের কারনে হয়ে থাকে৷ট্রেডিং চার্টগুলোতে এই ব্রেক-আউটগুলো সর্বদাই ঘটে থাকে এবং তা নিশ্চিত হয়ে ট্রেডে এন্ট্রি করা উচিৎ৷