আমার মত মানুষ কখনওই শিখে না!
সব সময় যে ভূল টাই কারি আজকেও মনে হয় সেই একই ভূল আরেকবার করলাম। আমি একটা ছোট একাউন্ট করেছিলাম ১৩ ডলারের। ক্যামনে ক্যামনে যেন প্রফিট করে সেটি এখন ৬৩ ডলারের একাউন্ট। যাই হোক একটু আগে কি মনে করে কানাড/ডলার পেয়ারে একটা সেল নিলাম। এর একটু পরে আরেকটা। কিছুক্ষণ পরে আরও একটা। এবার শুরু হল মুভমেন্ট। সেই লেভেলের বুলিশ মুভ। আবারও পর পর দুটো সেল। মোট পজিশন এর সংখ্যা হল ৬ টা। সব থেকে বড় লসের পজিশন হল ৩.৩০ ডলার। মাজিন লেভেল হল ১৬০০%। ওভার অল লস ১০ ডলারের মত। একাউন্ট মনে হয় ঠিকবে না। মেজাজ চরম রকম বিগড়ে আছে। ফাইজলামি করলে মার্কেট কাউরে ক্ষমা করে না।