যে পেয়ার আপনার সাথে যায় না তা বাদ দিন!
কারও কারও পছন্দের পেয়ার থাকে। যেমন কেউ - ইউরো/ডলার , পাউন্ড/ডলার, ইয়েন/ডলার অথবা কানাডা/ডলার পেয়ারে ট্রেড করে থাকে। একজন সব গুলো পেয়ারে এনালাইসিস করতেও পারে না আবার ভূল করার চান্সও বেশি থাকে। আপনিও আপনার পছন্দের পেয়ার সেট করুন। একটা জিনিস খেয়াল করে থাকবেন - যে পেয়ারে আপনি লস করতেই থাকেন - সেটাতে আপনি সব সময়ই কম বেশি লুজার। আমি নিজে দেখেছি অনেক বারই। যতবারই স্টপ আউট খেয়েছি কম বেশি একই পেয়ারে।
যে পেয়ার আপনার সাথে যায় না তা বাদ দিন ।
আমিও তাই মনে করি যে পেয়ার আপনার সাথে না যায় সে পেয়ারে ট্রেড করলে আপনার লস হবে ।আর এতে আপনার একাউন্ট জিরো হতে পারে । তাই ফরেক্সে যে পেয়ার না যায় তা আপনার বাদ দেওয়া উচিত ।