নির্দিষ্ট সেশন অনুযায়ী ট্রেড
অফ সেশনে ট্রেড না করে নির্দিষ্ট সেশন দেখে ট্রেড করুন৷ট্রেডিং সেশন সঠিক ভাবে না দেখে না বুঝেই আমরা অনেক সময়েই pc তে বসি এবং তাড়াহুড়া করে ট্রেড করতে শুরু করে দেই৷এটা সম্পূর্ণ ভুল৷আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যে সময়টাতে বসেছি সেই সময়টা সঠিক কোনো সেশন অনুসারে বসেছি কিনা৷আমরা যে কারেন্সি পেয়ারে ট্রেড করবো সেই কারেন্সি পেয়ারের নির্দিষ্ট সেশন দেখে বোঝে আমাদেরকে ট্রেড করতে বসতে হবে৷অন্যথায় উল্টাপাল্টা ট্রেড করবো আর লস ডেকে আনবো৷এটা কখনোই একজন সফল ট্রেডারের কাজ নয়৷তাই আসুন আমরা সবাই নির্দিষ্ট সেশন অনুযায়ী নির্দিষ্ট পেয়ারে ট্রেড করতে বসি৷নির্দিষ্ট সেশন অনুযায়ী ট্রেড করলে কম/বেশি প্রফিটের আশা করা যায়৷