প্রফিট উইথড্রো করা যায় নির্ভয়ে
অনেকেই প্রশ্ন করেন এবং ফোরাম থেকে প্রাপ্ত বোনাস দিয়ে ট্রেড করার পর প্রফিট উত্তোলন নিয়ে সংশয় প্রকাশ করে থাকেন,ভয়ে থাকেন যদি প্রফিট উইথড্রো করার সময়ে আমাদের ট্রেডিং একাউন্টটি ব্যান্ড হয়ে যায় !! আমরা কেউই তা কখোনোও চাই না যে আমাদের কষ্টের প্রফিটসহ একাউন্টটি ব্যান্ড হয়ে যাক৷তাহলে এতো কষ্ট করে ট্রেড করার যুক্তি কী ?? এজন্য আমাদের প্রফিট উইথড্রো করার পূর্বে অবশ্যই ওপেনিং সকল ট্রেড গুলো ক্লোজ করতে হবে৷এর পরে আমাদের প্রত্যেকের নিজ ট্রেডিং একাউন্টের ক্লায়েন্ট কেবিনেটে লগইন করে Trading Account লিংক থেকে Bonus Statictis লিংকে গিয়ে দেখতে হবে Available for Withdrawal (without Bonus) ও Available for Withdrawal (with Bonus safe)...কত ডলার প্রফিট উইথড্রো করতে পারবো তা সেখানে নিশ্চিত ভাবে লিখা থাকবে৷শর্ত হচ্ছে ট্রেডিং একাউন্টটির লিভারেজ- 1:50 এর বেশি কখোনোই ছিল না এবং অবশ্যই একটি নির্দিষ্ট পেমেন্ট মেথড-Skrill/Netteler ব্যাবহার করতে হবে৷তাহলে নিরাপদে নিশ্চিন্তে আমাদের প্রফিট আমরা উইথড্রো করতে পারবো৷