মার্কেট নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলছে
ফরেক্স মার্কেট মূলত কিছু নির্দিষ্ট নিয়ম নীতির ওপর চলে৷এসব নিয়ম-নীতি আমরা অনেকেই জানি-বুঝি কিন্তু তারপরেও সেগুলো সঠিকভাবে মেনে চলতে পারিনা৷যেমন প্রত্যেকটি কারেন্সি পেয়ারের একটি নির্দিষ্ট Trend থাকবে, support resistance level থাকবে৷এই ট্রেন্ড অনুসারেই কারেন্সি পেয়ারটির মূল্যের উত্থান/পতন প্রতিনিয়ত চলছে৷আর support ও resistance level অনুসারে মার্কেটে যথাক্রমে demand ও supply পরিস্থিতি তৈরি হচ্ছে৷তাই কোনো কারেন্সী পেয়ারের নির্দিষ্ট trend এবং support/resistance level অনুসারেই সারা বিশ্বব্যাপী লেনদেন হচ্ছে,প্রাইস প্রতিনিয়ত movement করছে৷আমরা সেগুলো দেখে বুঝে জেনেও নিজের অজ্ঞানতা,অনবিজ্ঞতা,অদক্ষতা,অস্থিরতা,অধৈর্য্য ও বেশি লোভের কারণে উল্টাপাল্টা ট্রেড করি এবং করতে থাকি৷মার্কেটের নিয়ম-কানুন কিছুই আমরা মেনে চলতে পারিনা৷অথচ মার্কেট ঠিক তার নিয়ম-নীতি 100% মেনে চলছে৷আর আমি অধম সেই নিয়ম-নীতি মেনে চলছি না৷লস হওয়ার জন্য মূল সমস্যা এই একটাই৷