মার্কেট এবং প্রফিট দুটোই আছে ও থাকবে
একটা কথা আমাদের সকলেরই মনে রাখা উচিত যে ফরেক্স মার্কেট বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে-এটা 100% নিশ্চিত৷আমরা যখন ফরেক্স মার্কেটে ট্রেড করতে বসি তখন মনে করি মার্কেট বোধহয় চলে যাচ্ছে অথবা যা প্রফিট করতে চাই আজকেই তা একবারেই করে ফেলব৷আগামী কালকের জন্য আমরা অপেক্ষা করতে চাইনা৷আমরা যেন কোনোভাবেই ধৈর্য্য ধারণ করতে পারিনা৷এক মাসের প্রফিট যেন এই মুহূর্তেই অর্জন করে নিতে চাই৷যা বাস্তবে কখনোই সম্ভব হয় না৷অথচ ভাবি না যে আজকে যদি কিছু প্রফিট আমরা নাও করতে পারি তবে আগামী কালকে তা করা সম্ভব৷যদি এই সপ্তাহে প্রফিট করতে না পারি তাহলে আগামী সপ্তাহে তা করা সম্ভব৷এইভাবে যদি এই মাসে প্রফিট না করতে পারি তাহলে আগামী মাসে অবশ্যই তা করা সম্ভব হতে পারে৷এভাবে আজকে কোন ট্রেডে এন্ট্রী করলেই আজকেই প্রফিট নিয়ে নিতে হবে এমন কোন বিষয় কখনোই চিন্তা বা চেষ্টা করা উচিত নয়৷ফরেক্স ট্রেড অবশ্যই দীর্ঘমেয়াদী ব্যবসা এজন্য ধৈর্য্য ধরা উচিত যে মার্কেট আছে এবং মার্কেট থাকবে৷আমার ট্রেড করার সুযোগ আছে এবং সুযোগ থাকবে৷