-
1 Attachment(s)
Ppo ইনডিকেটর
PPO হল একটি টেকনিক্যাল মমেন্টাম ইনডিকেটর যা ২৬ দিন এবং ৯ দিনের মধ্যকার সূচকের উঠানামার পার্থক্য পরিমাপ করে। ব্যবহার এবং কার্যকরতার দিক থেকে এই ইনডিকেটরটি মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স (এমএসিডি) এর সমান।
সূত্র
PPO = (EMA(12) EMA(26) / EMA(26)) x 100
ট্রেডিং ব্যবহার
PPO এবং এমএসিডি এর মধ্যকার প্রধান পার্থক্য হল এমএসিডি দুটি মুভিং এভারেজের মধ্যে আসল পার্থক্য পরিমাপ করতে পারে যেখানে PPO মূলত শতকরা হিসেবে পার্থক্য নির্ণয় করে।
যদি ফাস্ট মুভিং এভারেজ (রেড লাইন) স্লো মুভিং এভারেজ থেকে বেশি হয় তাহলে মার্কেটে ঊর্ধ্বগতি থাকবে। ফাস্ট মুভিং এভারেজ যদি স্লো মুভিং এভারেজ থেকে বেশি হয় (ব্লু লাইন) তাহলে মার্কেট ঊর্ধ্বমুখী হবে। ২টি মুভিং এভারেজ এর সংযোগ বিন্দু হল মার্কেটে এই নির্দেশনায় পৌঁছানোর পথ।
ইনডিকেটরটির এসংক্রান্ত যে বিশেষ বৈশিষ্ট্য মনে রাখা উচিৎ তা হল জিরো লেভেলে একক লাইন ক্রস করা। নিচের থেকে যদি ক্রস হয় তাহলে স্থিতিশীল ট্রেড সম্ভব এবং এভাবে কেউ বাই কিনবে বা অপেক্ষা করবে। জিরো লাইন যদি এমএ সিংনাল ক্রস করে তাহলে কারো উচিৎ নিম্নমুখী প্রবণ হয়ে পরিচালনা করা।
এমএসিডি এর মত মূল্য উঠানামার PPO ইনডিকেটরের ডাইভার্জেন্স এবং কনভার্জেন্স এর পরিস্থিতি উল্লেখ করে। ডাইভার্জেন্স দেখা গেলে মূল্যের দ্রুত নিম্নগতি দেখা যায়। একইভাবে মূল্য পতনের সময় যদি কনভার্জেন্স দেখা যায় তাহলে ভবিষ্যতে মূল্য ঊর্ধ্বমুখী জন্য এটি একটি সংকেত।
[ATTACH=CONFIG]5577[/ATTACH]
-
বেশ জ্ঞানগর্ভ আলোচনা । কিন্তু আমার কাছে তেমন একটা আকর্ষনীয় মনে হল এই ইন্ডিকেটর টি। আমার কাছে মনে হল গতানুগতিক একটি ইন্ডিকেটর। এর দ্বারা উপকৃত হবার চান্স খুবই কম বলে আমার ধারনা। তবে কেউ উপকৃত হলে তা তার জন্য বেশ ভাল কিছু হবে বলেই মনে হয়।
-
ফরেক্স জগতে হাজার হাজার ইনডিকেটর রয়েছে। সকল ইনডিকেটর সম্পর্কে ধারনা রাখা অসম্ভব ব্যপার। এইটি ইনডিকেটরের আচরণ সম্পর্কে জানতে মোটামুটি বেশ কিছুদিন এর উপর আনাল্যসিস করতে হবে। একদিনে এর আচরণ সম্পর্কে বুঝা কঠিন। এই ইনডিকেটর অনেকটা মুভিং এভারেজের মত। আর আমি ট্রেড নেওয়ার আরগে বেশি কিছু ইনডিকেটর দিয়ে আনাল্যসিস করে যদি দেখি যে বেশিভাগ একই ফালফল দিচ্ছে তখন এর উপর ভিত্তি করে ট্রেড নেই। আর এই ইনডিকেটরটি নিয়ে লেখার উদ্দেশ্য হল নতুন ট্রেডারদের সাথে ইনডিকেটরগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া।
-
āĻāĻŽāĻŋ āύāϤā§āύ āĻā§āĻĄāĻžāϰ āĻšāĻŋāϏāĻŦā§ āύāϤā§āύ āĻāĻāĻāĻž āĻāύā§āĻĄāĻŋāĻā§āĻāϰ āĻāϰ āϏāĻžāĻĨā§ āĻĒāϰāĻŋāĻāĻŋāϤ āĻšāϞāĻžāĻŽāĨ¤āϤāĻŦā§ āĻĒā§āώā§āĻ āĻĒā§ā§ āϤā§āĻŽāύ āĻāĻŋāĻā§ āĻŽāĻžāĻĨāĻžā§ āĻĄā§āĻāϞ⧠āύāĻžāĨ¤āĻļā§āϧ⧠āύāĻžāĻŽ āĻāĻžāĻ āĻŦā§āĻāϤ⧠āĻĒāĻžāϰāϞāĻžāĻŽāĨ¤āϝāĻžāĻ āĻšā§āĻ āύāϤā§āύ āĻāĻŋāĻā§āϰ āϏāĻžāĻĨā§ āĻĒāϰāĻŋāĻāĻŋāϤ āĻšāϞāĻžāĻŽāĨ¤āĻāϏāϞ⧠āĻāĻŽāĻŋ āĻĻā§āĻāĻāĻž āĻāύā§āĻĄāĻŋāĻā§āĻāϰ āĻŦā§āϝāĻžāĻŦāĻšāĻžāϰ āĻāϰāĻŋāĨ¤rsi &abxāĨ¤āĻŽā§āĻāĻž āĻŽā§āϰāĻŋ āĻāĻžāϞāĻāĨ¤ āϤāĻŦā§ āĻāύāĻžāϞāĻžāĻāϏāĻŋāϏ āĻāϰ āĻ
āύā§āϤāĻā§āĻā§āϤ āĻāĻāĻŋ āĻāĻĒāĻžāϤāϤāĨ¤