-
চেক লিস্ট মেনে ট্রেড করা
আপনি যখন একটা ট্রেডিং সিস্টেম এ ট্রেড করবেন তখন সেই ট্রেডিং সিস্টেম এর একটা চেক লিস্ট বা নিয়ম গুল লিখে নিবেন আপনি যখন সেই নিয়ম গুল মেনে ট্রেড করবেন তখন দেখবেন আপনি আগের থেকে আরও অনেক ভাল ট্রেড করছেন আর আপনি নিয়মিত আগের থেকে অনেক বেশি ট্রেড লাভ এ বন্ধ করছেন
-
হ্যা চেকলিষ্ট মেনে ট্রেড করতে পারলে সবচেয়ে ভাল হয়। আপনার এনালাইসিস কতটুকু নির্ভরযোগ্য তা আপনি চেকলিষ্ট গুলো টেষ্ট করলেই হবে। তবে আপনার চেকলিষ্ট তৈরী করা আগে ভালভাবে চিকলিষ্ট ডেমোতে প্র্যাকটিস করে নিতে পারলে ভাল হয়। কারণ হলো চেকলিষ্ট মানে আপনার আপনার এনালাইসিস কতটুকু নির্ভর যোগ্য সেটা প্র্যাকটিস করে নিতে হবে না হলে রিয়েল ট্রেড এ গিয়ে যদি সেটার কোন দোষ ধরা পরে তাহলে আপনার লস অনিবার্য। সুতরাং চেকলিষ্ট তৈরী করার আগে চেকলিষ্টের ম্যাটেরিয়াল গুলো ভাবে পরিক্ষা নিরিক্ষা করে নিবেনে।
-
অনেকদিন আগে কোথায় যেন এরকম একটা চার্ট পেয়েছিলাম। এটাকে ফলো করতে পারলে হয়তবা আকে বেশ ভাল পরিমাণে প্রফিটে থাকতে পারতাম। কিন্তু তা পারি নি। এজন্যই আজও সেই লেভেলের লুজার। তবে হয়ত বা আমিও ঠিকমত করে চেকলিস্ট মেনটেইন করতে পারব। তখন হয়ত বা আমিও এরকম চেক লিস্ট এর ইতিহাস সবার সামনে তুলে ধরব।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অবশ্যই একটি ভাল চেকলিস্ট সঠিক ভাবে তৈরি করে সেটি ফলো করা উচিত৷চেকলিস্ট হচ্ছে আমাদের পথের সাথী অর্থাৎ আমরা যদি চেকলিস্ট ফলো করে প্রতিনিয়ত ট্রেড করি তাহলে আমাদের ট্রেডগুলো ক্রমশই উন্নত থেকে উন্নততর হতে থাকবে এবং লস কমে গিয়ে বরং কমবেশি প্রফিট আসতে থাকবে৷চেকলিস্ট ফলো করলে আমাদের বিভিন্ন ভুলত্রুটি হওয়ার সম্ভাবনা কমতে থাকবে এবং সঠিকভাবেই কাজ করতে সমর্থ হবো৷আমরা প্রায়ই আমাদের নিজেদের আবেগের কারণে,অধৈর্যের কারণে,লোভের কারণে এলোমেলো ট্রেড করে থাকি এবং এর ফলে প্রচুর লস করি৷যদি চেকলিস্ট মেনে ট্রেড করি তাহলে এধরনের এলোমেলো ট্রেড এমনিতেই বন্ধ হয়ে যাবে৷
-
অবশ্যই আপনি এখানে যে নিয়মগুলো মেনে ট্রেড করেন সেগুলোর একটা সুন্দর তালিকা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। কারন অন্যান্য সময় সেগুলো আপনাকে বড় রকমের সহায়তা প্রদান করবে। এবং আপনি অল্প এ্যানালাইসিসে সেগুলো একনজর দেখলেই এখানে তাৎ*ক্ষণিকভাবে কার্যকর ভূমিকা রাখতে পারবেন আপনার ট্রেডিং জগতে। এবং আপনি এখানে মার্কেটে সঠিক সময়ে ভাল পজিশনগুলোতে ট্রেডের এন্ট্রি নিতে পারবেন।