আমরা জানি বেসিক চার্ট প্যাটার্ন ২ ধরণের হয়ে থাকে, একটি হল কন্টিনিউশন চার্ট প্যাটার্ন ও আপরটি রিভার্সেল চার্ট প্যাটার্ন। তবে আমার জানার বিষয় হল এ গুলো থেকে আপনি কিভাবে লাভবান হন?
Printable View
আমরা জানি বেসিক চার্ট প্যাটার্ন ২ ধরণের হয়ে থাকে, একটি হল কন্টিনিউশন চার্ট প্যাটার্ন ও আপরটি রিভার্সেল চার্ট প্যাটার্ন। তবে আমার জানার বিষয় হল এ গুলো থেকে আপনি কিভাবে লাভবান হন?
আমি ফরেক্স মার্কেট এ এগুল ট্রেড করি না আমি ফরেক্স মার্কেট এ ইনডিকেটর দিয়ে ট্রেড করি আমার ইনডিকেটর দিয়ে ট্রেড করে অনেক লাভ থাকে তবে আমি চেচটা করছি আমি যেন আমার ট্রেডিং সিস্টেম দিয়ে আরও ভাল ট্রেড করতে পারি আর আমি লাইন চার্ট এও মার্কেট আনালিসিস করি এতে করে অনেক ভুল ট্রেড বের হয়ে আসে সেই ট্রেড গুল আমি করি না
আমাদের ট্রেডিং চার্টগুলোতে আমরা এই দুই ধরনের চার্ট প্যাটার্ন দেখতে পাই যা কন্টিনিউশন এবং রিভার্সাল চার্ট প্যাটার্ণ৷আমি সাধারনত রিভার্সাল চার্ট প্যাটার্ণ দেখে-বুঝে নিশ্চিত হয়েই ট্রেড করি৷আমার কাছে রিভার্সাল চার্ট প্যাটার্ন দেখে ট্রেড করা তুলনামূলক নিরাপদ এবং লাভজনক মনে হয়৷কন্টিনিউশন চার্ট প্যাটার্নে ট্রেড করা কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হয়৷এজন্য রিভার্সাল চার্ট প্যাটার্নে ট্রেড করা আমার কাছে সুবিধাজনক মনে হয়৷আমি অপেক্ষায় থাকি আমার ট্রেডিং চার্টে কখন রিভার্সাল চার্ট প্যাটার্ন তৈরি হবে এবং ট্রেড করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হবে৷
বাহ- লাভ করা এত সোজা! আগে জানা ছিল না তো। খালি চার্ট প্যাটার্ন বুঝতে পারলেই লাভ নিশ্চিত জানলে আমি অনেক আগেই এই বস্তটাকে বেশ ভাল ভাবে মুখস্থ করে নিতাম। আর এখন এত এত লাভের উপরে শুয়ে থাকতাম। আমি বুঝতে পারি না আপনার এই সব লজিক পান কই।
প্রিয় বন্ধু বেসিক চার্ট প্যাটার্ন দুই ধারনের তবে কিভাবে আপনি আপনি তা থেকে লাভবান হবেন? আসলে চার্ট প্যাটার্ন এর তো একটাই কাজ আর সেটা হল মার্কেটের মুভমেন্ট টাকে গ্রাপিক্যালি আপনার সামনে উপস্থাপন করা এখন যদি আপনি এইচার্ট দেখে মুভমেন্ট বুঝেন তবে সহজেই ট্রেড করে প্রফিট করতে পারেন তাছাড়া চার্ট থেকে লাভবান হবার কোন সুযোগ নেই।
ফরেক্স মার্কেটে আমি সাধারণত স্ক্যাল্পিং করে থাকি আমি বেশিরভাগ সময়ে নির্দিষ্ট কারেন্সিতে নিউজ প্রকাশিত হওয়ার পরপরই মার্কেটের মুভমেন্ট এর উপর এনালাইসিস করে আমি ট্রেড করে থাকি এতে করে আমার অধিকাংশ সময় সফলতা অর্জিত হয় এবং এটি খুবই স্বল্প সময়ের জন্য আমি ট্রেড ওপেন করে থাকি
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে চার্ট দেখে এনালাইসিস করে ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেটে চার্ট তিন প্রকার বার চার্ট ও লাইন চার্ট ও কেন্ডাল চার্ট।ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার কেন্ডালস্টিক প্যটার্ন দেখে ট্রেড করে থাকে।কারন এই প্যাটার্ন এ একজন ট্রেডার খুব সহজেই মার্কেটের অবস্থান বুঝতে পারে।এখানে কেন্ডেল চার্ট এ বিভিন্ন ধরনের সিগনাল প্রদান করে।যা দেখে আমরা পরবর্তীতে মার্কেট কোন দিকে মুভ করবে তা বুঝতে পারি।
অসংখ্য ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য।
যাইহোক, আপনি কি জানেন Lite finance দিচ্ছে আকর্ষণীয় উপহার নতুন বছর উপলক্ষে iPhone 13 Pro Max। এই নতুন বছরকে সামনে রেখে আপনার আপনজনকে উপহার দিন নতুন কিছু যা আপনার সাদ্ধের ভেতর এ আছে। বিস্তারিত LiteFinance এ।
ফরেক্সে একেকজনের ট্রেডিং স্ট্রাটেজি একেকরকম এবং সফলতার পরিমাপ তাও ঠিক একেক রকম। Strategy অর্থ কৌশল। ফরেক্সে স্ট্রাটেজি শব্দটা খুবই জনপ্রিয়।
প্রত্যেক প্রপিটেবল ট্রেডারের বিভিন্ন পেয়ার/টাইম ফ্রেম ভেদে এক বা একাধিক স্ট্রাটেজি আছে/থাকে।
অর্থাৎ যে কৌশলে আপনি ফরেক্সে এন্ট্রি, এক্সিট /ট্রেড ওপেন/ক্লোজ করবেন সেটাই হচ্ছে স্ট্রাটেজি।
আরো খোলামেলা বলতে গেলে কোন পেয়ারের নির্দিষ্ট টাইম ফ্রেমে নির্দিষ্ট অবস্থা তৈরী হওয়া সাপেক্ষে ট্রেড নেয়ার অথবা না নেয়ার প্রনণতা বা কৌশলকে স্ট্রাটেজি বলে।
স্ট্রাটেজির সুবিধা –
✓আপনার ট্রেড সংখ্যা কমে যাবে। অর্থাৎ আপনাকে দিয়ে ওভার ট্রেডিং হবেনা
✓আত্মবিশ্বাস/স্থিরতা বাড়বে, কারণ আপনার তখন নিজের কৌশলের উপর বিশ্বাস থাকবে, কোন এন্ট্রি এস এল খেলেও আপনি ভেঙ্গে পড়বেন না।
✓অন্যের সিগনালের প্রতি নির্ভরতা কমবে, এতে দিন দিন আপনার ট্রেডিং সিস্টেমের একুরেসি বাড়বে।
✓একই সিস্টেমের চর্চা বারবার করার ফলে ভুলত্রুটি নিরুপণ করা সহজ হবে, এতে ভুল ট্রেড সংখ্যা কমবে।
✓একই সিস্টেমের উপর বারবার নিজের জ্ঞান/অভিজ্ঞতা প্রয়োগের ফলে এর যাবতীয় খুটিনাটি আয়ত্ত করা সহজ হবে।
হ্যাঁ অবশ্যই আমি লাভবান । কারণ ফরেক্স মার্কেট আমাকে অনেক কিছু দিয়েছে । তবে আমি লাভবান হয়েছি তার মানে এই নয় যে আমি কখনো ফরেক্স মার্কেটে লস করিনি । লস এবং লাভ এ দুইটা সমন্বয়েই ফরেক্স মার্কেটের ব্যবসাটা গঠিত । এখানে শেখার মতো অনেক কিছু আছে । ফরেক্স যেহেতু অনলাইন ভিত্তিক ব্যবসা তাই এর মাধ্যমে বর্তমান প্রযুক্তি সম্পর্কে অনেক কিছু জানা যায় । তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে কাজ করার মাধ্যমে আমি অর্থ উপার্জন করার পাশাপাশি আরও অনেক বিষয় সম্পর্কে শিখতে পেরেছি এবং অনেক লাভবান হয়েছি ।