একটা একাউন্ট এর প্রিভিয়াস ব্যালান্স ছিল ৬৭ ডলার এর সাথে এই মাসে ডিপোজিট হয়েছে ১০০ ডলার প্রফিট ৯৩ ডলার । বর্তমান ব্যালান্স ২৬০ ডলার এবং ফ্লোটিং লস -৮০ ডলার। মার্জিন লেভেল ১০০% এর নিচে। এই রকম ফালতু স্টাস্টিক্স আর ভাল লাগে না। আপনাদের কার কি অবস্থা একটু বলেন যাতে বুঝতে পারি আমার অবস্থানটা ঠিক কোথায়?