1 Attachment(s)
কেমন হল - স্ট্যাটিকসটিকস!
গত সপ্তাহে পোস্ট করেছিলাম যে ৮০ ডলারের মত ফ্লোটিং লসে আছি। সেই ট্রেড এখন ৮ ডলারের মত প্রফিটে আছে । আসলে এখানে ধৈর্যই কম বেশি সব কিছু্। আমি নিজে হাল ছেড়ে দিয়ে ছিলাম এই মাসেও একাউন্ট জিরো হয়ে যাবে মনে করে। কিন্তু এত সুন্দর ভাবে মার্কেট ব্যাক করবে ধারণাও ছিল না। এখন পর্যন্ত আমার অর্জন নিচের স্ক্রিণ শটে।আরও বিস্তারিত দেখতে চাইলে ফরেক্স ফ্যাকটরিতে maziz6989 দিয়ে সার্চ করলে আরও ডিটেইলে সব পেয়ে যাবেন।
বিঃদ্রঃ - এই পোস্ট শো-অফ করার জন্য নয়। আমি এতটাই লুজার যা আপনি চিন্তাও করতে পারেন না।