আমরা মানুষ হিসেবে একটু পরিচিতি বা নিজেকে একটু উচ্চতায় দেখতে পছন্দ করি। এই লক্ষ্য থেকেই আমার নিজের ফোরামের একাউন্ট কে ফরেক্স ফ্যাকটরিতে এড করা এবং সেই কমিউনিটির একজন মেম্বার হয়ে উঠা। যাই হোক এই ফোরাম সপ্তাহিক মোস্ট প্রফিটেবল ১০০ ট্রেডারের লিস্ট দিয়ে থাকে। আজকে এই লিস্টের ২০-৩০ এর ঘরে নিজের নামটা দেখে বেশ ভালই লাগল। অবশ্য এর আগে এক সপ্তাহ আমি টপও হয়েছিলাম। নিজেকে সত্যিই মনে হচ্ছে - মুই কি হনুরে!