Originally Posted by
iloveyou
ভাই ট্রেডিং এ লস হওয়া এটা খুবি সাধারণ একটা ব্যপার। তাই বলে কখন উত্তেজিত কিংবা ইমোশোনাল হওয়া চলবে না। এ সময় আপনাকে অত্যন্ত ধৈর্য্য সহকারে ঠান্ডা মাথায় এবং স্বাভাবিক ভাবে ট্রেড করতে হবে। এবং একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে যে, আপনাকে খুব সামান্য লর্ট নিয়ে আগে আপনার লসগুলো রিকভার করার চেষ্টা করতে হবে, সেই সাথে যে জায়গা এবং যে পজিশনগুলোতে আপনার লসগুলো হয়েছে সেগুলো থেকে একটা ভাল শিক্ষা গ্রহণ করতে হবে, যেন পরবর্তিতে সে সমস্ত জায়গায় ভুলগুলো কম হয় এবং আপনার লসগুলো কমে আসে।