সঠিক সময়ে সঠিক ভাবে ট্রেড করতে পারলে খুব সগজে অনেক ভার প্রফিট লাভ করা সম্ভাব আর আমার মনে হয় তার জন্য মার্কেট অ্যানালাইসিসের কোন বিকল্প নেই। এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই।
Printable View
সঠিক সময়ে সঠিক ভাবে ট্রেড করতে পারলে খুব সগজে অনেক ভার প্রফিট লাভ করা সম্ভাব আর আমার মনে হয় তার জন্য মার্কেট অ্যানালাইসিসের কোন বিকল্প নেই। এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমাদেরকে প্রফিটেবল ট্রেডের কথা চিন্তা করতে হবে আর এই প্রফিটেবল ট্রেড করতে হলে সঠিকভাবে অ্যানালাইসিস করা অপরিহার্য৷যেহেতু ফরেক্স ট্রেড সম্পূর্ণই নির্ভর করে টোটাল মার্কেটের এনালাইসিসের উপর৷ফরেক্স মার্কেটে তিন ধরনের অ্যানালাইসিস রয়েছে৷যেমন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস 10%,টেকনিক্যাল অ্যানালাইসিস 20% আর বাকি 70% হচ্ছে সেন্টিমেন্টাল বা সাইকোলোজিক্যাল অ্যানালাইসিস৷এই তিন ধরনের অ্যানালাইসিসকে যথাযথভাবে গুরুত্ব দিতে হবে৷একটি ছাড়া অন্যটি কল্পনাই করা যায়না৷আর এই সকল এনালাইসিস সঠিকভাবে করার জন্যই আমাদেরকে ফরেক্স মার্কেট সংশ্লিষ্ট সকল কলাকৌশল এবং খুঁটিনাটি বিষয়াদি শিখতে হয়,জানতে হয়,বুঝতে হয় এবং নিয়মিত প্রয়োগ করতে হয়৷অ্যানালাইসিস যত সঠিক হবে আমাদের ট্রেড গুলোতেও ততো ভালো এবং নিয়মিত প্রফিট আসতে থাকবে৷অ্যানালাইসিস ভূল হলে লস গুনতে গুনতে মার্কেট থেকে বেরিয়ে যেতে বাধ্য হবেন৷এজন্য ফরেক্স মার্কেটে সঠিক সময়ে সঠিক ট্রেড করে প্রফিট করতে হলে সঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে৷
ভাই আপনি অনেক সুন্দর কথা বলেছেন, কিন্তু আপনার উক্তিটি ইক্যুইটি মার্কেট এর ক্ষেত্রে প্রযোজ্য হলেও, ফরেক্স কিংবা অপশন মার্কেট এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
এর পিছনে অনেক কারণ আছে,
ফরেক্স এর অধিকাংশ ট্রেডারই ইক্যুইটি অথবা ফিউচার মার্কেট তথা শেয়ার মার্কেট থেকে এসেছে। দুটি ক্ষেত্রই সম্পূর্ণ ভিন্ন। শেয়ার বাজারে আপনি শেয়ার কেনার পূর্বে কিছু তথ্য নিতে পারেন, যেমন কে কে শেয়ার কিনছে, এ.টি.পি কত, আরও কি পরিমাণ শেয়ার স্টক আছে ইত্যাদি । তাই শেয়ার মার্কেট এর তথ্য সাপেক্ষে আপনি শেয়ার কিনতে পারেন। কারণ এই মার্কেট এর ট্রেডার সংখ্যা সীমিত। কিন্তু ফরেক্স এর ক্ষেত্রটি অনেক বড়, তাই কে কোথা-থেকে ট্রেড করছে, কতজন বাই, কতজন সেল এই সব তথ্য পাওয়া সম্ভব নয়। সুতরাং এখানে আপনি ডিসিশন নিতে পারবেন না। কেননা ট্রেড ওপেন করার পরে ট্রেডটি লাভ হবে কি লস হবে আপনি পূর্বনুমানও করতে পারবেন না।
তাহলে কিভাবে প্রফিট করবো..?
ফরেক্স এর গোপন তত্ত্ব একটিই , আর তা হলো মানি-ম্যানেজমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন।
আপনি আসলেই ঠিক কথা বলছেন ফরেক্স মার্কেট এ সঠিক সময় এ ট্রেড করতে হবে আবার সঠিক সময় এ ট্রেড বন্ধ করতে হবে তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক বেশি লাভ বের করতে পারবেন ফরেক্স মার্কেট এ অনেকে আছে যারা সঠিক সময় এ ট্রেড করতে পারে না তার কারন এ তারা তাদের কিছু লাভ মিস করে তাই সঠিক সময় এ ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে
আসলে মার্কেট এ সব সময় ট্রেড করার সুযোগ থাকে না। ফলে সিগ্ন্যাল এর জন্য আমাদের অপেক্ষা করতে হয়। এমনও হয় আমার সিস্টেমে এক সপ্তাহেও একটি সিগ্ন্যাল পাওয়া যায় না তখন আর কি অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এখানেই আসলে আমাদের ধৈর্য্যর পরীক্ষা দিতে হয়। আমি মাসে ২/৩টি ট্রেড পেলেই খুশি কারন আমার সিস্টেম লং টাইম ফ্রেমের। তবে যদি সুযোগ যদি ভাল পাওয়া যায় তাহলে অবশ্যই সেখানে ট্রেড করে প্রফিট নিতে হবে। তবে সব কিছুর চেয়ে বড় যে ব্যপার সেটি মার্কেট এর ব্যপারে যথেষ্ঠ পরিমান অভিজ্ঞতার প্রয়োজন আছে।
আমার ট্রেড করার সবথেকে উত্তম সময় হল ফরেক্স মার্কেটে একটি কারেন্সি নিউজ প্রকাশিত হওয়ার পর সেই কারেন্টের উপর মুভমেন্ট বেড়ে যায় এবং তখন আমি একটু ভালোভাবে এনালাইসিস করে সেই কারেন্সিতে করে নেওয়ার জন্য প্রস্তুত হই যদি আমার কারেন্সির উপর এনালাইসিস ভালো হয়ে থাকে তাহলে আমি ইনস্ট্যান্ট প্রফিট অর্জন করতে পারি
ফরেক্স মার্কেটে সব সময় ট্রেড করা যায় ঠিকই কিন্তু আমার ট্রেড করার সবথেকে উত্তম সময় হল ফরেক্স মার্কেটে একটি কারেন্সি নিউজ প্রকাশিত হওয়ার পর সেই কারেন্টের উপর মুভমেন্ট বেড়ে যায় এবং তখন আমি একটু ভালোভাবে এনালাইসিস করে সেই কারেন্সিতে করে নেওয়ার জন্য প্রস্তুত হই যদি আমার কারেন্সির উপর এনালাইসিস ভালো হয়ে থাকে তাহলে আমি ইনস্ট্যান্ট প্রফিট অর্জন করতে পারি
ফরেক্স মার্কেটে আপনি যদি ট্রেড করেন।তাহলে অনেক কিছু চিন্তা ভাবনা করেই ট্রেড করতে হবে।আর যদি আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আপনার ট্রেড জয়লাভ করা কঠিন হয়ে যায়।একটি ট্রেড এন্ট্রি পয়েন্ট খুজে পেলে স্বাভাবিক ভাবে চিন্তা করে যেটা ঠিক মনে হবে সেটাই করতে হবে।কথায় আছে অতিরিক্ত এনালাইসিস করলে প্যারালাইসিস হয়।