আসলে ট্রেডিং স্ট্রেটেজি কি?
ফরেক্স এর ট্রেড এর স্ট্রেটেজি হলো ফিল্টার করার ধাপ সমুহ। যখন আমরা কোন ট্রেড নিবো তখন প্রতিটি ধাপের এনালাইসিস গুলো হলো স্ট্রেটেজি। যেমন : যদি প্রাইজ একশন এনালাইসিস এর মাধ্যেম ট্রেডিং করা হয় তাহলে তার এনালাইসিস স্ট্রেটেজি হতে পারে নিম্ন রুপ : ১। মার্কেট কোন ট্রেন্ড এ আছে। ২। কোন বিশেষ প্যাটার্ন তৈরী হয়েছে কি না। ৩। ক্যান্ডেস্টীক কোন ফর্মে আছে। ৪। প্রাইজ ক্যান্ডেস্টীক মুভিং এভারেজ কোন পজিশনে আছে ইত্যাদি। তবে আপনি যদি পরীক্ষা নিরিক্ষা করে কোন বিশেষ ইন্ডিকেটর ব্যবহার করতে চান তাহলে সেটা করতে পারেন।