ব্রোকার আপনার হয়ে ট্রেড করবে
এটি এমন একটি পদ্ধতি যেখানে ব্রোকার আপনার হয়ে ট্রেড করবে। এই ক্ষেত্রে আপনি থাকবেন ইনভেস্টর আপনার ফান্ডটা আরেকজন ম্যানেজ করবে এবং আপনার সাথে একটি চুক্তি হবে যেখানে বলা থাকবে কি হারে আপনাকে প্রফিট দিবে বা লস হলে তা কেমন হবে ইত্যাদি বিস্তারিত। সোজা কথা এটা একটা ইনভেস্টমেন্ট প্ল্যান, যারা ট্রেড করতে পারে না কিংবা নিজেরা ট্রেড করে প্রফিট নিতে উদাসীন তাদের জন্য এই পদ্ধতি, এই ক্ষেত্রে ব্রোকার কর্তৃক নির্দিষ্ট কিছু এক্সপার্ট ট্রেডার থাকে মুলত যারা আপনার ফান্ডটা ম্যানেজ এর দায়িত্ত নেন। এই পদ্ধতিটিকে বলা হয় pamm।