-
লন্ডন টাইম এ ট্রেড করলে
আমার মতে লন্ডন টাইম এ যে ট্রেড গুল শুরু হয় সেই ট্রেড গুল অনেক মুভ করে দেখা যায় আজকে একটা লন্ডন টাইম এ ট্রেড শুরু হল সেই ট্রেড ৩ দিন ৪ দিন পর্যন্ত মুভ করে তার কারন এ আপনি লন্ডন টাইম এ ট্রেড করলে ভাল লাভ করতে পারবেন তবে আপনার ট্রেডিং সিস্টেম এ ট্রেড আসলেই ট্রেড করতে হবে
-
আসলে কি ট্রেডিং সিস্টেম এর সিগ্ন্যাল অনুযায়ী যখণ ট্রেড আসবে তখনই ট্রেড করা উচিত। কারন সিগ্ন্যাল ছাড়া ট্রেড করলে আপনার ভূল হতে পারে যার কারনে বড় লস গুনতে হতে পারে। তাই সব সময় মার্কেট এনালাইসিস করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ভালভাবে দেখে তারপর ট্রেড করতে হবে। আমরা অনেক সময় দেখি যে আমাদের ট্রেড যে দিকে দেই উল্টা দিকে চলে যায় তার কারণ হলো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে।
-
হ্যা বন্ধু আপনি একদমই ঠিক বলেছেন যে ফরেক্স ট্রেডিং মার্কেট এর মুভমেন্ট দিনের দু্*ইটা সময়ে সবচেয়ে বেশি থাকে একটা হল আমেরিকান টাইম এবং অন্যটা হল লন্ডন টাইম এই দুইটা টাইম শিফটে মার্কেটের মুভমেন্ট থাতে সবচেয়ে বেশি তাই যারা স্মল লটে স্কেলপিং করতে পছন্দ করেন তারা মুলত লন্ডন টাইমে করতে পারেন তবে সাবধান থাকার বিষয় এইযে বেশি মুভমেন্ট শুধু বড় প্রফিটই নয় বড় লসেরও কারন হতে পারে।
-
আসলে ইউরোপ সেশনের সময় অনেক বেশি ট্রেডার পার্টিসিপেন্ট থাকে তাই তো মার্কেট কে মূভ করতেই হয়। সাধারণত এই মার্কেট লজিকলেস ভাবে খুবই কম সময় মুভ করে থাকে। তাই এখানে অনাকাঙ্কিত লস এর সম্ভাবনাও কম থাকে যদি ও তা আমরা অনেক সময় ধরতে পারি না। যাই হোক আমি বা আপনি এই মার্কেট এ ট্রেড করার সময় শুধু মূভমেন্ট্ এর বিষয় খেয়াল না করে কনস্টেন্ট মূভ এর দিকে খেয়াল করা উচিত।
-
আমি ট্রেডিং এ অনেক নতুন তাই একটি প্রশ্ন করবো যারা অনেক অভিজ্ঞ. আমি ট্রেডিং সিগন্যাল এ ট্রেড করলে অনেক প্রফিট হয় শুনছি কিন্তু এই সিগলান গুলি কিভাবে বুজবো একটু বললে খুব এ উপকার হতো. ধন্যবাদ.
-
ফরেক্স মার্কেটের রাজধানী বলা হয় লন্ডনকে৷আর এই লন্ডন সেসনের পাউন্ড,ইউরো,সুইস ফ্রান্ক কারেন্সীগুলো সারাবিশ্বে সর্বাধিক লেনদেন হয়ে থাকে৷ফলে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন লন্ডন সেসনে যতগুলো পেয়ার রয়েছে-gbp/usd,gbp/jpy,eur/usd, eur/jpy, usd/chf সবগুলোর ব্যাপক মুভমেন্ট হয়ে থাকে৷gbp/usd, gbp/jpy,eur/jpy, eur/usd,usd/chf প্রতিদিনই প্রায় 100/150 পিপস করে উঠানামা করে থাকে৷কারণ সারা বিশ্বব্যাপী এই পাউন্ড সংশ্লিষ্ট পেয়ারগুলি সর্বাধিক ক্রয়-বিক্রয় হয়ে থাকে৷তাই আপনারা আপনাদের ব্যক্তিগত ব্যস্ততার মাঝেও চেষ্টা করবেন লন্ডন সেশনে এইসব পেয়ারগুলোতে ট্রেড করতে৷যেহেতু লন্ডন সেসনে সারাদিনের সর্বাধিক লেনদেন হয়ে থাকে তাই শুধুমাত্র লন্ডন সেসনে ট্রেড করলেই আমার মনে হয় যথেষ্ট !!! আমাদের বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ১২ থেকে ৩টা পর্যন্ত পেয়ারগুলোতে বেশ ভলাটিলিটি লক্ষ করা যায় অর্থাৎ এই সময়টাতে এইসব পেয়ারগুলোতে ট্রেড করা বেশ সুবিধা থাকে৷
-
যখন যে সেশন চলবে তখন স্বাভাবিকভাবেই সেই শেয়ার বাজারের কারেন্সীগুলো বেশি মুভ করবে। এটা ন্যাচারাল। তাই বলে কিন্তু সবগুলো সেশনে ট্রেড করা যাবে না। নির্দিষ্ট একটি সেশন বাছাই করুন। নিজের ট্রেডিং সিস্টেম ও নিজেকে সেই সেশনের বস বানানোর চেষ্টা করুন। তাহলে দেখবেন সময় কম দিলেও নিয়মিত প্রফিট করতে পারবেন। আবার সব পেয়ারে ট্রেড করতে চাইলে দেখা যাবে অনেক সময় দিতে হবে। টেনশনও বাড়বে, দেখা যাবে এক সেশনে লাভ করেছেন তো অন্য সেশনে লস করেছেন। তাই আমি বলব নির্দিষ্ট কোন সেশন বা পেয়ারে এক্সপার্ট হওয়া অনেক ভালো। সেটা হোক লন্ডন সেশন, হোক নিউইয়র্ক সেশন।
-
ভাই আপনি এখানে একটা সেশন নিয়ে কথা বলেছেন। তবে আমরা এখানে সকল ট্রেডারাই কোন না কোন সেশনে ট্রেড করছি। এখন মার্কেটের মুভমেন্টের যে বিষয় সেটা এখানে যখন তখন ঘটতে পারে, আর এটাই হলো ফরেক্স মার্কেটের অন্যতম একটা বৈশিষ্ট্য। তাই আপনাকে এখানে বাস্তবসম্মতভাবে ট্রেড করতে হলে আপনার নিজস্ব একটা নির্ধারিত ট্রেডিং সিস্টেমেই ট্রেড করতে হবে।
-
[SIZE=4]আসসালামুয়ালাইকুম, সকল এক্সপাট ভাইদের কাছে আমার একটি প্রস্ন লন্ডন টাইম বলেন আর নিউইয়রক টাইম বলেন কুন টাইম এ কুন ট্রেড ওপেন করব মানে usd নাকি jpy, eur,chf আমি মুলত জানতে চাছি কুন টাইম কুন কারেঞ্চি ট্রেড এর জন্ন্য ভাল । এই বিষয়ে একটু বিস্তারিত বললে ভাল হয় । যেমন লন্ডন টাইম এ usd আর GBP, JPY তে ট্রেড করলে ভাল । আপনা্রা যদি আমার প্রবলেম বুজতে পারেন তবে হেল্প করুন। উপরে mamun13 লিখেছে কটু লক্ষ্য করলে দেখতে পারবেন লন্ডন সেসনে যতগুলো পেয়ার রয়েছে-gbp/usd,gbp/jpy,eur/usd, eur/jpy, usd/chf সবগুলোর ব্যাপক মুভমেন্ট হয়ে থাকে৷gbp/usd, gbp/jpy,eur/jpy, eur/usd,usd/chf প্রতিদিনই প্রায় 100/150 পিপস করে উঠানামা করে থাকে৷ এ রকম, london, sydney, Newyork time.
-
হ্যা বন্ধু আপনি একদমই ঠিক বলেছেন যে ফরেক্স ট্রেডিং মার্কেট এর মুভমেন্ট দিনের দু্*ইটা সময়ে সবচেয়ে বেশি থাকে একটা হল আমেরিকান টাইম এবং অন্যটা হল লন্ডন টাইম এই দুইটা টাইম শিফটে মার্কেটের মুভমেন্ট থাতে সবচেয়ে বেশি তাই যারা স্মল লটে স্কেলপিং করতে পছন্দ করেন তারা মুলত লন্ডন টাইমে করতে পারেন তবে সাবধান থাকার বিষয় এইযে বেশি মুভমেন্ট শুধু বড় প্রফিটই নয় বড় লসেরও কারন হতে পারে।