ইনিষ্টাফরেক্র আসলেই একটা ভালো ব্রোকার। আমি ভালো ট্রেড করতে পারি, এর মানে এই না আমি লস করি না, লস করি। লস থেকে লাভ বেশি হয়। যা হোক এটা আল্লাহর ইচ্ছা। আয় করা ডলার থেকে ছোট একটা এমাউন্ট উড্রো রিকোয়েস্ট দিয়েছিলাম এবং ডলারটা আমার ইস্কিলারে পেয়ে গেছি। এটা আমার প্রথম ইড্রো। এর আগে অনেক ডেমো করেছি নিজে ঝালিয়ে নিয়েছি। এখন শুধু লাভ দেখতে চাই।