লাভের ট্রেড ধরে রাখা যায় না কেন?
ফরেক্স এ ট্রেড দেয়ার আগে আমরা যত পরিকল্পনা/চিন্তা না করি ট্রেড দেয়ার পরে আমরা চিন্তা বেশি করি। ট্রেড দেয়ার আগে আমরা বেশি ভাবি না যে এখান থেকে আসলেই ট্রেড দেয়া ঠিক কি ঠিক না। কিন্তু ট্রেড দিয়ে ফেলার পর মার্কেট একটু নেগেটিভ গেলেই ভাবি যে এখান থেকে ট্রেড দেয়া ঠিক হয়নি। আর পরে সেই ট্রেড বা লাভের ট্রেড অল্প প্রফিট এই ক্লোজ করে দেই। মার্কেট তো আপ, ডাউন হবেই। এটাই মার্কেট এর নীতি। এই নয় যে আপনি যেখান থেকে ট্রেড দিলেন সেখান থেকে সেই সময় ই মার্কেট আপনার পজিটিভ এ যাওয়া শুরু করবে? আপনার ইমোশন কে নিয়ে মার্কেট একটু খেলা করবে না? তা কি হয়? মার্কেট দেখবে না যে আপনি কতটা ধৈর্যশীল? আর ধৈর্য না থাকার কারণে লাভের ট্রেড বেশিক্ষণ ধরে রাখতে পারেন না। সাথে ইমোশন তো পিছে লেগেই আছে।
লাভের ট্রেড ধরে রাখা যায় না কেন ?
ফরেক্সে অনেক নতুন ট্রেডার আছে যারা লাভ করে থাকে ।কিন্তু সেই লাভ ধরে রাখতে পারে না ।কারন তারা বেশি উত্তেজিত হয়ে পড়ে বা বেশি লোভের কারনে তারা বেশি করে ট্রেড করে কিন্তু তাতে লাভ হয় না ।বরং লস হয় ।
লাভের ট্রেড ধরে লাখা যায় না কেন?
আমার মতে লাভের ট্রেড ধরে না রাখা একটা মারাত্বক সমস্যা।এর প্রধান কারণ হলো সাইলোজিকাল সমস্যা যা মানুষের ভিতরে বিরাজমান।আমরা যখোন দেখি ট্রেডে লাভ হচ্ছে তখোন ক্লজ না করে ভাবি যে আরো লাভ হবে। এই সব কারণে আমরা লাভের ট্রেড ধরে রাখতে পারি না।