Originally Posted by
FXBD
ফোরাম বোনাস অফারগুলো মূলত নতুন ট্রেডারদের লাইভ ট্রেডিংয়ে অভিজ্ঞ করার জন্য দেয়া হয়, কেননা নতুন অবস্থায় করো ডিপোজিট করাটা ঝুঁকিপূর্ণ। কিন্তু যখন সে ট্রেডার একজন পুরোপুরি প্রফেশনাল ট্রেডার হয় ফোরাম বোনাসের কারনে সে ডিপোজিট যে করতে হবে সেটাই ভুলে যায়। আপনি বোনাসের টাকা দিয়ে প্রফিট উত্তোলন করা যায় কিন্তু অতিরিক্ত প্রফিট উইড্রো করাটা সত্যিই বেমানান, কেনান এটা বোঝায় সে তার ট্রেডিং অ্যাকাউন্টে কখনো এক সেন্টও বিনিয়োগ না করে শুধুমাত্র তাদের বোনাস ফান্ড দিয়েই ট্রেড করে। অথচ একজন প্রফেশনাল ট্রেডার হিসাবে ডিপোজিট করার পরিস্কার বোঝায় যে সে ট্রেডার শুধুমাত্র বোনাস ফান্ড ব্যবহার করেই ট্রেডিং করে এবং প্রফিট করে। তখন যদি ইন্সটাফরেক্স তার অ্যকাউন্টের নামের সাথে মিল আছে একন কোন তথ্য আরো অ্রকাউন্টে খুজে পায় তাহলে সেই অ্যকাউন্ট ডিজেবল করে দেয়। বা বোনাস বাতিল করে দেয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।