-
সত্যি কথা কইলেই দোষ!
সোস্যাল মিডিয়া বা অন্য বিভিন্ন মাধ্যমে অনেক ট্রেডার বড় ভাইদের উপস্থিতি ব্যপক হারে দেখা যাচ্ছে। তিনারা আসলে ট্রেডার নন বলেই আমার ধারনা। কেই মুরগী খুজেন আর কেউ ক্লায়েন্ট। মানে কেউ সিগন্যাল বেচেন এবং এর জন্য খুজেন ক্রেতা আবার কেউ লস করতে করতে নিজের ট্রেড করার মত ফান্ড নেই তাই খুজেন ইনভেস্টর। এই দুই শ্রেনীকে একটা প্রশ্ন করেন, ভাই ছয় মাস বা তার বেশি বয়সের কোন একাউন্ট এর হিস্টোরী দেখাতে তখন হয় আপনাকে স্ক্রীন শট দেখাবে নয়তো ট্রায়াল নিতে বলবে। যদি বলেন ভাই কোন লিংক বা ইনভেস্টর পাসওয়ার্ড তখন গালি দিবে। সেদিন একজনকে আমার ফরেক্স ফ্যাকটরি লিংক দেওয়াতে বলল ইন্সটা ব্রোকারে নাকি এইসব একাউন্ট মেইক করা যায়। আমি তাকে বললাম ভাই আমারে একটা একাউন্ট মেইক করে দেন আমি আপনাকে ১০০০ ডলার দিব। তখন আর চ্যাটে খুজেই পাই নি।
সময় থাকতে সাধু সাবধান
-
এটা তো নতুন কথা নয়,বহু পুরাতন বাস্তব সত্য কথা ।সত্য কথা বললে তাকে কেউ পছন্দ করে না।তাই বলে সত্য কথা/সত্য পথ থেকে দুরে থাকা একজন প্রকৃত ভাল মানুষের পক্ষে অসম্ভব।
-
হাসেম ভাই কেউ ফ্রি সার্ভিস দিতে রাজি নয় বাংলাদেশে তো মোটেও না। আর শুধু সোস্যল মিডিয়া না এখন অনেক সাইট খুলে মানুষের সাথে প্রতারনা করছে কারন একটি সাইট খুলতে এখন তেমন খরচা হয় না। সবাই একটা সাইট খুলে অনেক প্রলোভন দেখিয়ে মানুষকে বোকা বানাচ্ছে অথচ তারাই ফরেক্স কি ভাল করে জানেই না। তাই আমি ফোরামের সবাইকে বলব কেউ ইন্টারনেটে টাকার বিনিময়ে কিছু নিতে যাবেন না কারন এরা ৯৯% মানুষকে ধোকা দিয়ে টাকা ইনকাম করছে। তাই নিজে নিজে ইউটিউব এ ভিডিও টিউটোরিয়াল দেখে যদি শিখতে পারেন সেটা সবচেয়ে ভাল হবে।
-
সত্য কথা বললেই দোষ, এ কথাটি ১০০% সত্য ।এক সময় মিথ্যা বাদিকে লোকে ভালবাসত না,সত্য কথা বললে তাকে সমাদর করত কিন্ত সময়ের সাথে সাথে এটি এখন উল্টো পথে চলছে।এখন আমাদের সমাজে যে যত মিথ্যা বলে তার কদর বেশি,সে বড় নেতা।আজ সত্য অপসৃত আর মিথ্যা সমাদৃত।
-
সত্যি বলতে কি অন্য কারও সাহায্যে নিয়ে ট্রেড, বা অন্য কারও সিগ্ল্যাল নিয়ে ট্রেড করার চেয়ে ট্রেডিং এ না আসাই উত্তম। কারন আপনি টাকা খরচ করে টাকা লস করবেন এটা অবসমভ্যাবী। এবং ফরেক্স ট্রেড এত সোজা বিষয় নয় যে, আপনাকে যে কেউ হেল্প করবে আর আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। যদি নিজে পারেন তাহলেই আপনি একজন ট্রেডার হতে পারবেন এবং আমি এটা ১০০% বিস্বাস করি। যদি নিজে কিছু করতে না পারেন ভাই আমার মনে হয় দুনিয়ার যত বড় ট্রেডার আপনাকে হেল্প করুক না কেন আপনি ফরেক্স ট্রেড করে ১ ডলারও ইনকাম করতে পারবেন না।
-
ভাই,আমরা বাঙালিরা এইসব প্রতারণার কারণেই সারা বিশ্বে অনেক নিগৃহীত অবস্থায় অনেক পিছিয়ে রয়েছি৷বিশ্বের উন্নত দেশগুলো তাদের মন মানসিকতার কারণে,তাদের উন্নত চরিত্রের কারণে তারা অনেক উন্নত মানের কাজ করে৷ফলে তারা উন্নত দেশ তৈরি করতে সক্ষম হয়েছে৷আর আমরা আমাদের নিজেদের লোভের কারণে,অহংকার কারণে অন্যকে ঠকিয়ে,প্রতারণা করে পিছিয়ে পড়ছে... এটাই আমাদের চরিত্র৷আমাদের এই চরিত্র যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত নিজেকে উন্নত করতে পারবোনা,নিজের পরিবারকে উন্নত করতে পারবোনা,নিজের সমাজকে উন্নত করতে পারবো না এমনকি দেশেরও উন্নতি করতে পারবো না৷ফরেক্স মার্কেট সারাবিশ্বব্যাপী সকলের জন্য অত্যন্ত সম্ভাবনাময় কর্মক্ষেত্র অথচ আমরা কিছু দুষ্ট মানুষ যারা ফরেক্স মার্কেটে লুজার হয়ে পড়ে রয়েছি তাদের ভেতর থেকে অনেকেই নতুন নতুন ট্রেডারদেরকে বিভিন্ন ভাবে প্রতারণা করছে৷আমরা অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবার অনেকেই বিভিন্ন কোচিং সেন্টার তৈরি করে প্রতারণা করছি৷এতে আমরা নিজেরাও এগুতে পারছি না এবং নতুনদের কেউ উঠে আসতে বাধা দান করছি৷ফলে আমরা সকলেই নোংরামির গর্তে পড়ে থাকছি৷তাই আমি সবাইকে বলবো-আপনারা সবাই অন্য কারোর দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে নিজে নিজে বিভিন্ন সোর্স থেকে ঘেটে ঘেটে ফরেক্স ট্রেডিং শেখার চেষ্টা করুন৷এ ছাড়া বিকল্প কোনোও পথ নাই৷