Originally Posted by
alamsat
ফরেক্স যেহেতু একটি রিস্কি ব্যাবসা তাই এটি নিজের টাকা দিয়ে করাটা অনেক ভাল। কারণ অনেক লাভের আশায় কেউ যদি ধার করে হোক কোন কিছু বিক্রি করে হোক টাকা নিয়ে ফরেক্স এ খাটাবেন না কারন একবার যদি লস করে সব টাকা হারিয়ে বসেন তা হলে কিন্তু খুবই সমস্যার সম্মুখিন হবেন। তাই নিজের যে টুকু সামাথ্য আছে সে টুকু বিনিয়োগ করে ট্রেড করুন। তারপর একবার ভাল করে ট্রেড শিখতে পারলে প্রতি ট্রেডে যদি ভাল লাভ করতে পারেন তখন একটা রিস্ক নেওয়া যায় তার আগে নয়। ইতিহাসে এমন নজির বহুত আছে জমি বিক্রি করে ধার করে শেয়ার ব্যবসায় খাটিয়ে লস করে শেষ পর্যন্ত আত্যহত্যার পথ বেছে নিয়েছে। তাই সাবধান এমনটি কখনও করবেন না।