চলতি বছরের শুরু থেকে বেশ ভল অবস্থায় ছিলাম বলতে গেলে। কিন্তু কি করে কি হয়ে গেল এই গেল সপ্তাহে আবারও নেগেটিভএ চলে আসলাম। আবারও নতুন করে শুরু করতেই হবে। একটা জিনিস আর কতবার শিখব যে একটু কম লাভই ভাল একাউন্ট এর লাল বাত্তি জ্বলার থেকে। নিজের উপর আর নিয়ন্ত্রন নেই মনে হচ্ছে। যাই হোক আবারও শুরু হবে নতুন করে পথচলা। দেখি পথ আমাকে কোথায় পৌছে দেয়।