সেন্টিমেন্টাল এ্যানালিসিস সম্পর্কে বিস্তারিত
আমরা যদি সেন্টিমেন্টাল এ্যানালিসিস সম্পর্কে বিশেষভাবে জ্ঞান লাভ করতে পারি তাহলে খুব সহজে ফরেক্স থেকে লাভ করতে পারব। সেন্টিমেন্টাল এ্যানালিসিস তিন ধরনের বুলিশ সেন্টিমেন্টাল, বিয়ারিশ সেন্টিমেন্টাল এবং রেঞ্জিং সেন্টিমেন্টাল। এই তিন ধরনের সেন্টিমেন্টাল মার্কেটে সব সময় কাজ করে থাকে। এই তিন ধরনের এ্যানালিসিস ভাল করে একবার আয়ত্ব করতে পারলে খুব সহজে আপনি মার্কেট ভবিৎতে কোনদিকে যাবে বুঝতে পারবেন। আমি বর্তমানে এই এ্যানালিসিস নিয়ে পড়ে আছি কিভাবে এটি ভাল করে শিখতে পারি। আর আমার ফোরামের বন্ধুদের নিকট আমার আবেদন এই এ্যানালিসিস যারা যানেন একটু বিস্তারিত আলোচনা করবেন এবং কোথায় এবং কোন সাইটে গেলে আমরা এ্যানালিসিসটি সম্পর্কে বিস্তারিত জানতে পারব একটু শেয়ার করবেন।