ফরেক্স এর সব এ্যানালিসিস এক জায়গায়
ফরেক্স এর সব এ্যানালিসিস যদি আমরা একটি মাত্র এ্যাপ এর মধ্যে পেয়ে যাই তাহলে হয়ত খুব সহজে ট্রেড করতে পারব। এই এপটিতে আমরা টেকনিক্যাল এ্যানালিসিস, ফান্ডামেন্টাল এ্যানালিসিস এবং সেন্টিমেন্টাল এ্যানালিসিস একসাথে পেয়ে যাব। এ্যাপটির নাম হচ্ছে মাইএফএক্সবুক। এটি আমরা প্লেষ্টোরে গেলেই পেয়ে যাব। এ্যাপটিতে ইকোনোমিক ক্যালেন্ডার নামক অপশনে সকল নিউজ পেতে পারি, এখানে এ্যালার্ম দিয়ে রাখলে নিউজ বের হওয়ার ৫ মিনিট আগে আপনাকে জানিয়ে দিবে। মার্কেট অপশনে আমরা টেকনিক্যাল এ্যানালিসিস সহজে পেতে পারি, আর আউটলুক অপশনে আমরা সেন্টিমেন্টাল এ্যানালিসিস পেয়ে যাব। আরও অনেক অপশন আছে যেটি ব্যাবহার করে আপনি খুব সহজে ট্রেড করতে পারবেন।