ব্যাপারটা অনেক কমপ্লেক্স মনে হয় আমার কাছে। তবে অনেক ট্রেডারকে দেখেছি তারা এসএল ব্যবহার না করে লট ম্যানেজমেন্ট করে সুন্দর ট্রেড করে। আমি বেশ কিছুদিন চেষ্টা করে দেখেছি কিন্তু তার মত ম্যানেজ করতে পারি নি। এখানে কারো কাছে এ বিষয়ে ধারনা থাকলে শেয়ার করুন। আমি নিজে যদিও এসএল ব্যবহার করি তারপরো উনার সিস্টেমটা আমার কাছে বেশ ভালো লেগেছে।