1 Attachment(s)
পড়ুন, অনুপ্রেরণা পাবেন...
[ATTACH=CONFIG]6215[/ATTACH]
আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে যাওয়ার পথ সব সময়ে আপনার অনুকূলে থাকবে না। মাঝেমাঝে আপনি হোচট খাবেন অথবা পড়ে যাবেন বা ব্যর্থ হবেন। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেও আপনার প্রথমেই কিন্তু সফল হবেন না। ব্যর্থ হবেন, একাউন্ট জিরো হবে, বিষন্নতা চেপে ধরবে কিন্তু হাল ছাড়া যাবে না। কোন বিষয়ে সফলতার স্বাদ পেতে হলে শত বাধাবিপত্তি সত্ত্বেও লেগে থাকুন। এই লেগে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছোট বড় নানা রকম ব্যর্থতা, মানুষের নিরুৎসাহ ইত্যাদি নানা কিছু। অনেকে বলবে বিরাট বিজনিজম্যান হইছে হেন তেন। কারো কোন কথায় কান না দিয়ে নিজের দক্ষতা, যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন। ২দিন পর তারাই দেখবেন আপনার প্রসংশায় পঞ্চমুখ হবে। সব
এসব বাধাকে স্বাভাবিকভাবে নিয়ে যে যত ক্রমাগত নিজের কাজ করে যাবে, কাঙ্খিত ফলাফলের দিকে সে তত দ্রুত এগিয়ে যাবে। ব্যার্থতা নিয়ে মুষড়ে পড়ে থাকা বা এ নিয়ে মন ছোট করে থাকা মানে আপনার সাফল্যের পথে অযথা সময়ক্ষেপন করা। ব্যর্থতাকে সহজে গ্রহণ করুন, লেগে থাকুন
একটা বিষয় মনে রাখবেন, যে কাজ আপনি ভালোবাসেন, সেটায় লেগে থাকুন। সাফল্য আপনার ভালোবাসার পথ ধরে আসবেই।