ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন
আমি দেখলাম ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে বেশ সময় লাগে। যখন ফরেক্স প্রথম আসলাম ভালই লাভ করছিলাম হঠাৎ একটি লস করে বসলাম ভাবলাম আরও কিছু শিখতে হবে এভাবে শিখতে শিখতে ৬ মাস কেটে গেল এখনও মনে হয় অনেক কিছু শেখার বাকি আছে। তাই বুঝলাম ফরেক্স সম্পর্কে জানতে লাগে ৬ মাস। ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে আরও লাগে ৬ মাস। ভাল ট্রেড করতে আরও ৬ মাস লাগে। এভাবে ভাল অভিজ্ঞ ট্রেডার হতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। প্রথম যখন ট্রেড করতাম ভাবতাম কিছু দিনের মধ্যে হয়ত সব শিখতে পারব কিন্তু না ফরেক্স শিখতে অনেক সময় এবং বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হয়।