ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস এর কথা নতুন পুরাতন আমরা সবাই জানি। নতুনরা এনালাইসিস এর কথা শুনলেই অনেকে ভয় পেয়ে যান। তাদের জন্য সহজ ভাষায় লিখলাম। আশা করি সবার কাজে আসবে।
ধরুন আপনি একটা ব্যস্ত রাস্তা পারাপার হবেন। রাস্তায় গাড়িঘোড়া যাচ্ছে একটু পরে পরে। আপনি যদি হঠাত করে দৌড় দেন তাহলে কি হবে আপনি এক্সিডেন্ট করে পড়ে থাকতে পারেন অথবা সফলভাবে পার হয়েও যেতে পারেন। এটাই মূলত ফান্ডামেন্টাল এনালাইসিসের বেসিক ধারনা। অনেক নিউজ থাকবে, বক্তব্য থাকবে এগুলোর রিপোর্ট যখন প্রকাশ পায় তখন মার্কেট হঠাত করেই মুভমেন্ট শুরু করে থাকে। এই সময়গুলোই কিন্তু মার্কেটের ট্রেন্ড বদলিয়ে দেয়। কোন নিউজ বা ইভেন্টের প্রত্যাশিত রেজাল্ট এর উপর ভিত্তি করেই কিন্তু মার্কেটে এই মুভমেন্টগুলো হয়। এজন্য হাই ইমপেক্ট নিউজগুলোতে ট্রেড থেকে বিরত থাকাই নিরাপদ।
[ATTACH=CONFIG]6262[/ATTACH]
একই রকম যদি আপনি রাাস্তা পার হবার সময় দুই দিকে দেখে শুনে রাস্তা পার হোন তাহলে কিন্তু নিরাপদেই আপনি রাস্তা পার হতে পারবেন। ফান্ডামেন্টালি মুভমেন্ট করার পর মার্কেট দেখবেন একটি সুনির্দিষ্ট ট্রেন্ডলাইন খুজে পায় তখন মার্কেট দেখলেই আমরা সেটার ট্রেন্ড নির্ণয় করে ফেলতে পারি। তাই ফান্ডামেন্টাল নিউজগুলো দেখে তারপর টেকনিক্যালি ট্রেড করাই হবে বুদ্ধিমানের কাজ।
[ATTACH=CONFIG]6263[/ATTACH]
বেশিরভাগ ট্রেডাররাই কিন্তু টেকনিক্যাল ট্রেডিংকেই বেশি পছন্দ করে। তবে অনেকে আবার ফান্ডামেন্টাল ট্রেড করেও ভালো প্রফিট করতে পারে। সেখানে অনেক সময় আর পড়াশুনা দরকার হয়। এখন আপনিই সিদ্ধান্ত নিবেন আপনি কোন ধরনের ট্রেডার হবেন। টেকনিক্যাল নাকি ফান্ডামেন্টাল। তবে ট্রেডিং এ টিকে থাকতে হলে দুটোর বিষয়েই আপনার জ্ঞান থাকা অনস্বীকার্য।