আমরা যখন কাউকে ভয় দেখাতে চাই তখন কি করি? চোখ বড় বড় করে ভয় দেখাই, হুমকি দেই। তেমনি আপনাকেও লোভকে ভয় দেখাতে হবে। যদি এই ভয়টা দেখাতে পারেন তাহলেই আপনি সফল আর যদি না পারেন তাহলে সেই লোভ আপনার উপর টেকওভার করে আপনাকেই ধ্বংস করে দেবে। তাই চলুন আজ এখন থেকে এই লোভ রিপুকে আমরা ভয় দেখানোর চেষ্টা করি। যেন আমাদের মনে কোনভাবেই এই লোভ চাপতে না পারে।
[ATTACH=CONFIG]6264[/ATTACH]