-
আমেরিকান ডলার
সবাই কেমন আছেন? ইদানিং আমি দেখছি আমেরিকান ডলার অনেক বেশি করে বাড়ছে এবং অন্য কোন কারেন্সি এই কারেন্সির সাথে পাত্তাই পাচ্ছে না। আসলে এখানে কি কোন ট্রাম্পের ভূমিকা আছে বা মার্কিন অর্থনীতিক নিয়ম কানুন কি কোনো পরিবর্তন আসছে? কেন আমেরিকান ডলার এত শক্তিশালী হচ্ছে দিনের পর দিন আপনাদের কি মনে হয়? সামনে কি হতে পারে? শুনলাম ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করতে পারে এটা কি অনেক বড় প্রভাব ফেলবে না আমেরিকান ডলারের ওপর?
-
1 Attachment(s)
ভাই আমেরিকান ডলার এর দাম আগামিতে আরো বাড়বে। আমি একটি পরিসংখ্যান এ দেখেছি আমেরিকান ডলার পরবর্তী কোয়াটারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। নিচের চিত্রটি দেখলে আপনি ভালভাবে বুঝতে পারবেন যে ডলার কিভাবে পরবর্তীতে বাড়তে পারে। [ATTACH=CONFIG]6296[/ATTACH]
-
এই দাম বাড়াতে ট্রাম্পের কোন ভূমিকা আছে কি না সেটা বলা যাচ্ছে না। তবে হয় তো আমেরিকান সেন্ট্রাল ব্যংক কতৃক কোন কারসাজি হতে পারে। না হলে এখন আমেরিকার যে বর্তমান হাল তাতে তো ডলারের মূল্য বাড়ার কোন প্রকারের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ফরেক্স মার্কেট এর নিয়মই এইটা কখনও বাড়বে কখনও কমবে আর এখানে কারও হাত থাকার কথা নয়। কারন ফরেক্স মার্কেট চলে নিজের গতিতে আর এই মার্কেট এত জটিল কোন কিছু বুঝতে হলে অনেক সময়ের প্রয়োজন তাই চেষ্টা করতে হবে বোঝার।
-
আপনি ঠিকই বলেছেন-আমেরিকার অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে৷কারণ মার্কেটে দেখছি ডলারের দাম ক্রমাগত বেড়েই চলছে৷মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করছেন এবং কি করবেন তার ওপর মার্কিন অর্থনীতিতে অবশ্যই প্রভাব পড়বে৷তবে কি ধরনের প্রভাব পড়বে সেটাই দেখার বিষয়৷এই জন্য cnn,bbc চ্যানেল গুলোতে চোখ রাখা প্রয়োজন৷যেহেতু আমরা সবাই এখন কম বেশি ফরেক্স ট্রেড করছি তাই ফান্ডামেন্টাল এনালাইসিসের প্রয়োজনে usd মার্কিন অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে তা অবশ্যই লক্ষণীয় বিষয়৷ফরেক্স মার্কেটের সর্বাধিক অংশ নিউ ইর্য়ক মার্কেট থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে৷এই জন্য গোটা বিশ্বের অর্থনীতির ওপর মার্কিন অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করে থাকে৷তাই আমাদের সকলকেই মার্কিন অর্থনীতির উপর সজাগ দৃষ্টি রাখা উচিত৷
-
ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে আমি বলতে পারি যে ইউরোপীয় সেশনগুলোতে ট্রেড করা ভাল তবে আমেরিকান সেশনগুলোতে সসবই নয় উচিত নয় কারণ আমেরিকান সেশনগুলো আনপ্রেডিক্যাবল। আমি ব্যক্তিগতভাবে eur/usd কারেন্সি পেয়ারের ডেসেন্ডিং মুভমেন্টে লক্ষ্য করেছি, ডলারের জন্য নেতিবাচক খবর প্রকাশে, এই কারেন্সি পেয়ার কখনো কখনো মার্কেট ডাউনওয়ার্ড মুভমেন্ট হওয়ার কথা থাকলেও এটি পরে আওওয়ার্ড মুভমেন্টে যায়। তাই আমি ইউরোপীয় সেশনগুলোতে ট্রেড করার চেষ্টা করি। আর আমেরিকান সেশনে সব সময় ট্রেড নেই না।