1 Attachment(s)
মানি ম্যানেজমেন্ট ফরেক্সে সফলতার মূল চাবিকাঠি
আপনার অর্থ কিভাবে ম্যানেজ করে খরচ করবেন বা ট্রেড করবেন এটার পূর্বপরিকল্পনাই হলো মানি ম্যানেজমেন্ট। বাস্তবিক কিছু উদাহারণ দিলে বুঝতে সহজ হবে। ধরুন আপনার পকেটে ১০০০ টাকা আছে এবং এটি দিয়ে আপনাকে আগামী ১ সপ্তাহ চলতে হবে। এখন যদি আপনি সপ্তাহের শুরুতেই এটি খরচ করে ফেলেন কোন প্ল্যান না করে তাহলে সপ্তাহের বাকি দিনগুলো কিন্তু আপনার চলা কষ্টকর হবে। যদি আপনি ঠিকঠাক প্ল্যান করেন যে কোন খাতে কত টাকা ব্যয় করলে আপনি মোটামোটি এই সপ্তাহ পাড়ি দিতে পারবেন তাহলে দেখবেন এই ১০০০ টাকা দিয়েই সপ্তাহ চলে যাবে। একইভাবে যদি ১০ হাজার টাকা থাকে তাহলে আরো স্বচ্ছলভাবে কিন্তু প্ল্যান করে চলতে পারবেন।
[ATTACH]6313[/ATTACH]এখন আসুন ফরেক্স ট্রেডিং এ। আপনি যদি আপনার ফান্ডের সঠিক প্ল্যান না করে বড় লট খুলে বসেন তাহলে একটা লসেই কিন্তু একাউন্ট হারাবেন। আবার যদি প্ল্যান মত সব করতে পারেন তাহলে এই ১০০০ টাকাকে কিন্তু ১০ হাজার টাকাও বানাতে পারবেন। তাই আমি বলব যদি প্রপার মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারনা না থাকে বা অভ্যস্থ না হতে পারেন তাহলে আপনার জন্য ফরেক্স না। কারন এখানে প্রপার মানি ম্যানেজমেন্ট ছাড়া কখনো ঠিকে থাকতে পারবেন না।