1 Attachment(s)
ফরেক্সকে কখনই একমাত্র উপার্জন মাধ্যম হিসেবে রাখবেন না
একটা বিষয় খেয়াল রাখবেন ফরেক্সকে কখনই একমাত্র উপার্জনের পথ হিসেবে রাখবেন না। মানে আমি বলতে চাচ্ছি যেন এমন না হয় যেন আপনার পুরো টাকা পয়সা ফরেক্সে ডিপোজিট করে সেখান থেকে আয় করেই আপনাকে চলতে হবে এরকম কোন ব্যবস্থা যেন না করেন।
অনেক কারন আছে, আর অনেক ঝামেলাও আছে যদি এটি আপনার একমাত্র উপার্জন মাধ্যম হয়। যদি এটি আপনার একমাত্র উপার্জন মাধ্যম হয় তাহলে,
- প্রতিনিয়ত আপনাকে টেনশনে থেকে ট্রেড করতে হবে।
- প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান ডলার উপার্জনের টার্গেট থাকবে। যেটি ফুলফিল করতে গিয়ে বেশি এন্ট্রি নিয়ে উল্টো লস হতে পারে।
- সব মাসেই যে আপনার লাভ হবে এমনটা কিন্তু নয়। কিছু মাসে ড্র ডাউন থাকবে। সে মাসে আপনার পরিবার চালাতে হিমশিম খেতে হবে।
- কোন মাসে লস করলে পরের মাসে দ্বিগুন চাপ (লস রিকোভার+নতুন মাসের টার্গেট) বাড়বে।
- যতই চাপ বাড়বে ততই আপনি স্বাভাবিক ট্রেড করতে পারবেন না।
- বেশি প্রত্যাশা, অধিক লাভের আশায় অভারট্রেডিং এর ফাঁদে পড়বেন।
[ATTACH=CONFIG]6322[/ATTACH]
আর যদি আপনি ফরেক্স ট্রেডিংকে আপনার দ্বিতীয় আর্নিং সোর্স হিসেবে রাখতে পারেন। মানে যদি আপনার পরিবার চালানোর খরচ অন্য কোন মাধ্যম সেটি হতে পারে আপনার চাকরি, ব্যবসা থেকে আসে তাহলে দেখবেন মানসিক টেনশন কম থাকবে আর ট্রেড করতে পারবেন আরো সাবলীলভাবে। আর ফরেক্স ট্রেডের সব থেকে বড় দুশমন হলো আপনার ইমোশন। যদি এটি আপনার একমাত্র উপার্জন মাধ্যম হয় তাহলে দেখবেন কোন সময় ড্র ডাউনে পড়লে সেখান থেকে উঠে আসা আপনার জন্য অনেক কঠিন হবে।