"ভয়" প্রতিবন্ধকতার সৃষ্টি করে
ফরেক্স মার্কেটে ট্রেড করতে এসে কখনোই ভয় পাওয়া উচিত নয়৷ভয় আমাদের জন্য একটি সাংঘাতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে৷আমরা যদি দৃঢ় প্রত্যয়ী হয়ে থাকি যে এই মার্কেটে আমাদেরকে প্রতিষ্ঠিত হতেই হবে- তাহলে ভয় পাওয়া চলবে না৷সফলতার পেছনে ভয় অনেক বেশি বাধা দিতে থাকে৷তাই আমাদেরকে অত্যন্ত সাহসের সাথে টিকে থাকার জন্য চেষ্টা করতে হবে৷ আমরা অনেকেই রিয়েল একাউন্টে ট্রেড করতে ভয় পাই কারণ যদি কষ্টের নগদ টাকা গুলো চোখের সামনে দিয়ে লস হয়ে যায়৷এই জন্য ফরেক্স মার্কেটে বিকল্প পথ হিসাবে ডেমো একাউন্টে ট্রেড করার পদ্ধতি দেওয়া হয়েছে৷ডেমো একাউন্টে ট্রেড করতে করতে আমাদের মনের এই সব ভয় দূর করে আত্মপ্রত্যয়ী এবং নিজের উপর নির্ভরশীলতা সৃষ্টি করতে হবে৷ডেমো অ্যাকাউন্টে ট্রেড করে করেই লসের ভয় দূর করতে হবে৷যারা লস করতে ভয় পান তারা ফরেক্স মার্কেটে দাঁড়াতেই পারবেন না৷নিয়মিত চর্চা করে করে অবশ্যই এই ভয় কে জয় করতে হবে৷