Originally Posted by
Mamun13
উত্তেজিত হবেন না৷ আমরা অনেকেই ফরেক্স মার্কেটে যখন লস করি তখন রাগে দুঃখে নিজের মাথার চুল নিজেই ছিড়ঁতে থাকি-এটা কি ঠিক ? কখনোই না৷আবার যখন কিছু প্রফিট করি তখন আনন্দে উল্লাসে উত্তেজিত হয়ে উঠি... কিন্তু এটা করা কখনই উচিত নয়৷আসলে আমাদের জীবনে যা করা উচিত আমরা মোটেও সেগুলো করি না৷এই জন্যই আমরা সফল হতে পারি না৷বিশ্বের দরবারে আমরা বাঙালিরা অনেক অনেক পিছিয়ে রয়েছেি বেশ কিছু কারণে৷তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমরা অহেতুক উত্তেজিত হয়ে পড়ি,উত্তেজিত হয়ে পড়াটা আমাদের এক ধরনের মানসিক রোগ ছাড়া আর কিছুই নয়৷আপনি আপনার মাথা,ব্রেইন,মগজ, বুদ্ধি...যত বেশি ধীর-স্থির মজবুত ঠান্ডা রাখতে পারবেন,নিজেকে যত বেশী স্থির রাখতে পারবেন- আপনি তত ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন৷তাই কখোনো উত্তেজিত হবেন না৷আমরা সবাই জানি- “রেগে গেলেন তো হেরে গেলেন”৷তাই লাভ-লস যাই হোক না কেন উত্তেজিত হওয়া যাবে না৷ কারণ একটু পরেই তার ক্ষতিকর ফলাফল পেয়ে যাবেন৷