আমরা অভিজ্ঞদের হারালাম....
আমার মনে হচ্ছে এই ফোরাম এর মধ্যে অভিজ্ঞ কোন ট্রেডার আসবেন না যাদের থেকে আমরা ভাল কিছু নিতে পারবো। তার কারন হিসাবে আমি যতটুকু আন্দাজ করতে পারি মামুন ভাইয়ের বোনাস কেলেন্কারী। তিনি অন্তত ৪০০০-৫০০০ ডলার লাভ হারিয়েছেন এই বোনাস একাউন্টের মাধ্যেমে যা কিনা অত্যান্ত দু:খ জনক। এখন আর পোষ্ট দিতে মনে চায় না কারন ভয় একটাই আমিও যদি ব্লক হয়ে যাই। আরও আছেন আমাদের লানজু ভাই যিনি ভাল লিখতেন, তার লেখার মধ্যে অভিজ্ঞতার ছাপ আছে। আমরা মনে করেছিলাম যা হোক আমরা ফরেক্স বিষয়ে পাকাপোক্ত হতে পারবো। কিন্তু সেটাও বোধ হয় আর কন্টিনিউ হবে না কারন যদি পরিশ্রমের বিনিময়ে কিছু না কিছু যদি রিওয়ার্ড পাওয়া তাহলে পরিশ্রম করতে মনে চায়। আর না হলে তারা যে ব্যস্ত কেন তারা এখানে সময় দিবেন। এটা কিন্তু যথাযথ কর্তৃপক্ষের বোঝা উচিত।