ফরেক্স এ লসের অন্যতম আর একটি কারন হল ট্রেড উপযোগী কোন পরিবেশ না থাকা সত্বেও আমরা ফরেক্স মার্কেটে প্রবেশ করে একটি ট্রেড নেওয়ার জন্য বিভিন্ন পেয়ারে এবং বিভিন্ন টাইম ফ্রেম পরিবর্তন করে করে ট্রেড নেওয়ার জন্য ব্যাকুল হয়ে যাই। যার ফলে পরিবেশ না থাকা সত্বেও ট্রেড নেওয়ার ফলে আপনার ট্রেড টি লসের সম্মুখিন হয়ে গেল। তাই বুদ্ধিমান সেই ব্যাক্তি যে ট্রেড এর উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ধৈয্য ধরে থাকে এবং পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র ট্রেড করে বড় আকারের লাভ নিতে পারে। তাই ভাই আজ থেকে আর উপযুক্ত পরিবেশ ছাড়া কখনও ট্রেড নিবেন না। কারন লস হলে অবশ্যয় আপনার পকেটের টাকা চলে যাচ্ছে।