একটি ট্রেড শুরু করা থেকে ট্রেড ক্লোজ করার প্রকৃয়া
আমরা প্রতিদিনই ট্রেড করি , কিন্তু আমাদের কোন পরিকল্পনা থাকে না। আসুন জেনে নেই একটি ট্রেড করার পূর্বে আমাদের কি কি করা উচিৎ*।
১। প্রথমে আপনাকে একটি ভালো অবস্থান অথবা ভালো কারেন্সি পেয়ার খুঁজতে হবে। ধরুন, আপনি EUR/USD বাই নিবেন, এর অর্থ আপনার ধারনা Eur এর প্রাইজ বাড়বে, কিন্তু দাঁড়ান..! আগে EUR এর অন্যান্য পেয়ার গুলো চেক করে নিন। এবং বাই ট্রেড করার সঠিক পেয়ার খুঁজে বের করুন।
২। ট্রেড ম্যানেজম্যান্ট : আমরা প্রতিনিয়ত মানি-ম্যানেজম্যান্ট শুনি কিন্তু ট্রেড ম্যানেজম্যান্ট কি...? ট্রেড ম্যানেজম্যান্ট হলো আপনি কত প্রাইজ পর্যন্ত ট্রেড টি হোল্ড করবেন। এবং কোন প্রাইজে ক্লোজ করবেন।
৩। এবারে একটু ফান্ডামেন্টল চেক করুন। আগামী ৩-৪ ঘন্টার ভিতরে EUR এর কোন নিউজ আছে কি না..?
যদি এই তিনটি ধাপ সম্পন্ন করতে পারেন, তাহলে ট্রেড এ ঝাঁপিয়ে পড়ুন।