ফোরামে আমার না লেখার কারণ হলো-
আমাদের এই ফোরামে নিয়মিত পোষ্ট লেখা,বোনাস দিয়ে দীর্ঘদিন ট্রেড করা ও প্রফিট করা আমার পেশা ও নেশা ছিল৷আমার দীর্ঘদিনের নিজের প্রিয় ফরেক্স ব্রোকার ইন্সটাফরেক্স প্রতি আমার অত্যন্ত অনুরাগ,আন্তরিকতা,দ ুঃখ,ঘৃণা ও রাগ সবই রয়েছে৷আমি ফোরামের বোনাস দিয়ে ট্রেড করেছি বহুদিন যাবত এবং পর্যাপ্ত পরিমাণ প্রফিটও করেছিলাম কয়েকটি একাউন্টে৷কিন্তু প্রফিটের এক টাকাও উইথড্রো করতে পারি নাই... এই দুঃখে আমি ফোরাম থেকে দীর্ঘদিন যাবৎ দূরে রয়েছি৷আমার তিনটি একাউন্টে পর্যাপ্ত পরিমাণ প্রফিট হওয়ার পরেও যখন আমি এক টাকাও উইথড্রো দিতে পারি নাই তখন এটা অবশ্যই ব্রোকারের এবং ফোরামের মডারেটরদেরকে আমলে নেওয়া উচিত ছিল৷অবশ্যই তাদের এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে আমার প্রতি আন্তরিক বিবেচনা করা প্রয়োজন ছিল৷অন্তত কিছু পরিমাণ প্রফিট আমাকে দিলে ইন্সটাফরেক্সের তেমন কোনো ক্ষতি হয়ে যেত না৷আমি তাদের সাপোর্ট ও এন্টিফ্রড ডিপার্টমেন্টের সাথে আমার একাউন্টগুলো বাতিলের বিষয়ে অসংখ্যবার যোগাযোগ করেছিলাম৷কিন্তু তারা কখনই আমার তিনটি একাউন্টের সমস্যা গুলোকে সুস্পষ্টভাবে বলে নাই৷তারা শুধুমাত্র আমাকে মেইলে জবাব দিয়েছিল :-
"The Company reserves the right to deny crediting the bonus or to cancel bonus and profit made over the bonus without explaining the reason. As a rule, such actions mean violation of the bonus program or trading regulation rules or excluding a trader from the bonus program.In this regard, we would like to inform you that, as the account was deposited using bonus funds only, so it was blocked permanently. In this case blocking means exclusion from "Bonus for posting" campaign"
আর কোনোও সমস্যা বা সমাধানের কথা বলে নাই যা অত্যন্ত দুঃখজনক ছিল৷