বোনাস হলো "শুভংকরের ফাকি"
ফোরামে প্রতিনিয়ত নতুন নতুন সদস্যগন আসা-যাওয়া করেন কিন্তু এখানে দীর্ঘদিন যাবত নিয়মিত লেখালেখি করতে পারেন না৷কারণ সবাই ফরেক্স বিষয়ে অত্যন্ত সীমিত জ্ঞান রাখেন আর যারা মোটামুটি দক্ষ ট্রেডার তারা তাদের হাতে এতো সময় নাই যে ফোরামে এসে অহেতুক সময় নষ্ট করবে৷আমি অধম গত ৫ বছরে ফোরাম থেকে দীর্ঘদিন যাবত নিজে যা শিখতে পারলাম,জানতে পারলাম,বুঝতে পারলাম- তা হলো... ফোরামে শুধুমাত্র আমরা সদস্য বন্ধুরা নিজেরা পরস্পরের সাথে লেখালেখি করে,আলোচনা করে,প্রশ্ন করে করে বিভিন্ন বেসিক বিষয়গুলো জানার সুযোগ রয়েছে৷কিন্তু আমরা সদস্যগণ যত ভালো ভালো পোস্ট লিখি না কেন... শুধুমাত্র সেগুলো থেকে নিজেরা কিছু শিখতে পারছি,আর তেমন কিছুই নয়৷কিন্তু এই সব পোস্ট এর বিনিময়ে যে সকল বোনাস আমরা পাই সেই বোনাসগুলো মূলত আমাদেরকে এক প্রকারের “শুভঙ্করের ফাঁকি” ছাড়া আর কিছুই নয় ৷