কে আমাদেরকে সঠিকভাবে ফরেক্স ট্রেড শিখাবে ?
কার কাছে ফরেক্স ট্রেড শিখবেন ? কে আমাদেরকে সঠিকভাবে বাস্তবসম্মত পরীক্ষিত প্রমাণিত সঠিক ট্রেডিং স্ট্র্যাটেজীর বিষয়গুলো শিখাবে ? কারণ যিনি শিখাবেন সেই অভিজ্ঞ দক্ষ ট্রেইনার তিনি তো নিজেই দীর্ঘ বছর ব্যাপী এই মার্কেটে প্রচুর টাকা ব্যয় করে,অনেক মেধা ব্যয় করে,শ্রম দিয়ে,ধৈর্য ধরে,অনেক কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন... সেই অভিজ্ঞ ট্রেইনার খুব ভালোভাবে জানেন এই মার্কেটে প্রফিটেবল ট্রেড করা কত কঠিন ব্যাপার !!! তাই তিনি নতুনদেরকে শেখাতে তেমন একটা আগ্রহী থাকেন না৷একদিকে যেমন দক্ষ অভিজ্ঞ ট্রেইনারদের হাতে শেখানোর মতো কোনও সময় থাকে না তেমনি অন্যদিকে নতুনদেরকে হাতেগোনা মাত্র কয়েক দিনেই এই ফরেক্স ট্রেড শেখানো সম্ভব হয় না৷আমরা সবাই জানি আমাদের আশপাশে অভিজ্ঞ ফরেক্স ট্রেইনার পাওয়া যায় না৷যেহেতু আমরা সঠিকভাবে কারো কাছ থেকে এসব বিষয়গুলো নিয়ে শিখতে পারি না তাই আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট,ইউটিউব, ইংরেজী ই-বুক এবং বিভিন্ন ফোরামে নিয়মিত স্টাডি করতে হয়৷ভালো ট্রেডার হতে হলে অবশ্যই আমাদেরকে দীর্ঘদিন যাবৎ নিয়মিত স্টাডি করতে হবে৷
কে আমাদেরকে সঠিকভাবে ফরেক্স ট্রেড শিখাবে ?
আমার জানা মতে ফরেক্স শেখাযায় এমন কোন ট্রেডিং সেন্টার নেই ।তবে আপনি ফরেক্স শিখতে পারেন এমন একজন ট্রেইনার থেকে যে দীর্ঘ দিন ধরে ফরেক্স এ কাজ করছে ট্রেড করছে । এবং ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন করেছে ।আমি ও আমার এক বড় ভাই এর থেকে ফরেক্স শিখেছি ।
কে আমাদেরকে সঠিকভাবে ফরেক্স ট্রেড শিখাবে?
আমার মতে কোন কিছু শিখতে গেলে আগে নিজের চেষ্টা বেশি দরকার।তাই আপনাকে সঠিকভাবে ফরেক্স ট্রেড শিখতে গেলে আগে দরকার আপনার নিজের চেষ্টা।আপনার নিজের যদি চেষ্টা থাকে আপনি যেকোন কাজ চেষ্টা করলে শিখতে পারবেন।আর আপনাকে যদি ফরেক্স এ ট্রেড করা শিখতে হয় তাহলে আপনাকে ফরেক্স মার্কেটে সবথেকে বেশি সময় ব্যয় করতে হবে আর ভালো ভালে ট্রেডারদের কাছ থেকে পরামর্শ নিতে হবে ।