আমি গতকাল থেকে পোস্ট এ রিপ্লে দিতে গেলেই ৫০২ ব্যাড গেটওয়ে আসছে এবং আমি আমার লেখা গুলো দেখতে পারছিনা এবং আমার লাস্ট পোস্ট গুলোও দেখতে পারছিনা। আর কারও কি এই প্রবলেম টা কি হচ্ছে? আর এটা হবার কারন কি? সকলের মতামত আসা করছি?
Printable View
আমি গতকাল থেকে পোস্ট এ রিপ্লে দিতে গেলেই ৫০২ ব্যাড গেটওয়ে আসছে এবং আমি আমার লেখা গুলো দেখতে পারছিনা এবং আমার লাস্ট পোস্ট গুলোও দেখতে পারছিনা। আর কারও কি এই প্রবলেম টা কি হচ্ছে? আর এটা হবার কারন কি? সকলের মতামত আসা করছি?
502 Bad Gatway হল এটি একটি সার্ভার সংক্রন্ত সমস্যা। আবার অনেক সময় ভিপিএন বা প্রক্সি অন থাকলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। ফরেক্স বাংলা ফোরামে আগে অনেক সময় এই সমস্যা দেখা যেত কিন্তু বর্তমানে এই ফরেক্স বাংলা ফোরামে বর্তমানে এই ধরনের সমস্যা তেমন লক্ষ করা যায় না। তবে যদি এই সমস্যা দেখা দেয় তবে ভয়ের কোন কারন এই। এই ধরনের সমস্যা সর্বচ্চো ১ ঘণ্টার মত স্থায়ী হয়ে থাকে। এর পরে ফোরাম আবার ঠিক হয়ে যায়। বিগত ৪/৫ মাস আমি 502 Bad Gatway এই সমস্যা এক বারের জন্য সম্মুখীন হয়নি। মনে হয় তারা তাদের সার্ভার অনেক বেশি শক্তিশালী করেছে।