ডেমো ট্রেড এর প্রতি অনিহা...
আমরা অনেক নবাগত আছি যারা ডেমো ট্রেড এর প্রতি কোন প্রকারের আগ্রহ থাকে না। যেমন তেমন ভাবে ডেমো ট্রেড করে লাভ করি। যেমন : ৫০০০/ ১০০০ ডলারের একাউন্ট দিয়ে ট্রেড করি এবং বেশ প্রফিট করে আমরা মনে করি অনেক শিখে গেছি আর নয় এখন রিয়েল ট্রেড ২০/৫০ ডলার দিয়ে একাউন্ট অপেন এবং ২/১ ট্রেড এ একাউন্ট হাওয়া। এভাবেই চলতে থাকে নবাগতদের লসের প্রক্রিয়া। এখানে যে, ডেমো ট্রেড করে একজন সত্যিকারের ট্রেডার হওয়া যায় এটা অনেক এই মনে করেন না যার কারনে আমাদের নবাগত দের এত দুরঅবস্থা। তাই একটু চোখ *খুলে ডেমো ট্রেড করুন। মনে করবেন ডেমোতে যদি সঠিক ভাবে ট্রেড না করতে পারেন তাহলে আপনি ট্রেডার হতে পারেন নি। ডেমোতে সর্বোচ্ছ ১০০ ডলার নিয়ে মানিম্যানেজমেন্ট করে ট্রেড করতে শুরু করবেন। লস যত হবে অাপনি সেগুলো সংশোধন করে ট্রেড করার চেষ্টা করবেন। এখন দেখবেন অাপনি কত দিন এই ডলার কে ধরে রাখতে পারেন। যখন দেখবেন ১০০ ডলার দিয়ে লাভ করতে পারছেন এবং এভাবে ধারাবাহিকভাবে ৬ মাস চলতে পারবেন তখন গিয়ে রিয়েল ট্রেড এর চিন্তা করবেন। ধন্যবাদ সবাইকে...