-
ফরেক্স শেখার অনুভূতি...
আমরা যারা নতুন ফরেক্স এ ট্রেড করতে আসি বেশীর ভাগই আসি অনেক বড় বড় আশা নিয়ে ফরেক্স শিখবো অনেক অনেক টাকা আয় করবো ইত্যাদি ইত্যাদি। মানে শেখার আগেই অনেক বড় বড় চিন্তা মাথায় আসে। যখন শেখার ব্যাপার সামনে আসে তখন আর সেই আগ্রহটা থাকে না। কারন শিখতে হলে পড়তে হবে ভিডিও দেখতে হবে ঘন্টার পর ঘন্টা আবার সেগুলো প্র্যাকটিস করতে হয় দিনের পর মাসের মাসের পর যা কিনা অনেকেই করতে পারে না।
আমি যখন ফরেক্স এর বিষয়ে জানি একটু একটু করে শুরু করি বিভিন্ন বিষয়ের উপর তখন আমি বুঝতে পারি আসলে ফরেক্স অনেক বড় একটি বিষয় না বুঝে কিছুই করা যাবে না। তারপর শুরু করি ডেমো ট্রেড করা আর ইউটিউব এ ভিডিও দেখা এবং প্র্যাকটিস করা। একবছর যাওয়ার পর জানতে পারলাম বেশীর ভাগ ট্রেডার প্রাইজ একশন এ ট্রেড করেন এবং এটা বাস্তব সম্মত একটি পদ্ধতি তখন আমি প্রাইজ একশন নিয়ে শেখা শুরু করলাম এখনও শিখছি। আমি ১ থেকে দের বছরের মাথায় মনে করলাম অনেক পেচানো সব কিছু এবং কিছুটা ভয়ও কাজ করতে লাগলো কারন যে এন্ট্রি নেই তার রেজাল্ট একটাই সেটা হলো লস। এই সময়ে নিজেকে অনেক অসহায় মনে হয়, মনে হয় আমি বোধ হয় হেরে গেলাম। এই সময়ে আপনি একা এবং নিজের সাহস এর পরিচয় দিতে হয়, লেগে থাকতে হয়। আমি এখনও লেগে আছি এবং আমার স্ট্রেটেজি কে টেষ্ট করছি আশা করছি আমার সিস্টেম আমার সাথে কাজ করবে।
-
ফরেক্স নিয়ে আমি ১০ মাস ধরে পড়ে আছি এখন ভালকরে সফলতা পেলাম না। চেষ্ট তো করেই যাচ্ছি তবে কি ফরেক্স আমাদের জন্য না। নাকি আর পড়ালেখা করতে হবে। সারাদিন ফরেক্স নিয়ে পড়ে আছি বিভিন্ন ভিডিও দেখে দেখে সময় পার করছি কিন্তু কোন কিছুতে কিছু হচ্ছে না। লস আমার পিছু ছাড়ছে না। তাই আরও সময় নিয়ে ট্রেডিং শেখার কাজে লেগে আছি এর শেষ না দেখা পর্যন্ত আমি হাল ছাড়ছি না। কারন আমি কোন কাজে সহজে হার মানি না। তাই ফরেক্স এ ও হার মানতে রাজি নয়। বাকিটা আল্লাহর ইচ্ছা।
-
আসলে ফরেক্স শিখা এতটা সহজ নয়। এই ব্যবসা সম্পর্কে শিখার জন্য আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে। কিন্তু যদি আমরা আমাদের ট্রেডের পাশাপাশি এই ব্যবসা সম্পর্কে শিখতে পারি তাহলে আমরা খুব আনন্দের সহিত তা শিখতে পারবো। কারণ সেই সময় আমরা শিখার পাশাপাশি কিছু উপার্জনও করতে পারবো। তবে হ্যা সেই সময়টাতে অবশ্যই আমাদেরকে অনেক কম লট এ ট্রেড করতে হবে। আমি কিন্তু এইভাবেই এই ব্যবসা সম্পর্কে শিখতে আছি আর সেটা হতেই আমি আমার অনুভূতিটা শেয়ার করলাম।
-
আমি ফরেক্স ট্রেডিং এ একেবারেই নতুন অভিজ্ঞতা অর্জন করছি। আমি যখন ফরেক্স ট্রেডিং শুরু করি তখন মনে হচ্ছিল এটা খুবই কঠিন। প্রথম প্রথম তেমন বুঝতে পারতাম না। কিন্তু এখন মোটামুটি ভালোই লাগে এবং বুঝতে পারি। এটা করে আমি প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি। তাই আমি এখনো প্রথম অবস্থায় ফরেক্স শেখার অনুভূতি অনুভব করি।
-
কারেলি ফরেস্ক একটি আন্তর্জাতিক ব্যাবসা এ ফরেক্স মার্কেটে হাজার ট্রেডার এখানে নিজের স্বাধিনতা অনু্যায়ী ব্যাবসা করে উন্নতির উন্নশিহরে পৌছে আবার অনেকে হয়তো বা হারিয়ে নিজের সর্বস্যো, ফরেক্স হল সব দিকের ধর্যযের একটা ফল ফলে শুধুই ধর্য আর ধর্য্য থাকা অবশক তাই আমি বাংলা ফরমে নতুন হইলে আমি প্রায় পাঁচ বছর ধরে জড়িত সত্য কথা বলতে আমি ফরেক্সে কতটুকু উন্নতি করছি সেটা একটা সিমসাম আছে, ফরেক্সে প্রথমে আমার যেমনটি অনুভতি ছিল এখনো তেমন কম না বল্লেও চলে.
-
হ্যাঁ ভাই আপনি একদম সঠিক কথাই তুলে ধরেছেন। আসলেই ফরেক্সে যখন কেউ নতুন অংশগ্রহণ করেন তখন সে নানা ধরনের চিন্তা-ভাবনা নিয়ে শুধু তার লাভের দিকটাই দেখে। কিন্তু আগ্রহ নিয়ে যে একটু ভালভাবে শিখবে সে চিন্তাটা তখন আর কাজ করেনা, সে তার অনুভূতি দিয়ে সেটা বিবেচনা করেনা। তাই আমাদের সকলেরই উচিত হবে ফরেক্স মার্কেটকে ভালভাবে স্টাডি করা।
-
আসলে ফরেক্স শিখা এতটা সহজ নয়। এই ব্যবসা সম্পর্কে শিখার জন্য আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে। কিন্তু যদি আমরা আমাদের ট্রেডের পাশাপাশি এই ব্যবসা সম্পর্কে শিখতে পারি তাহলে আমরা খুব আনন্দের সহিত তা শিখতে পারবো। কারণ সেই সময় আমরা শিখার পাশাপাশি কিছু উপার্জনও করতে পারবো। তবে হ্যা সেই সময়টাতে অবশ্যই আমাদেরকে অনেক কম লট এ ট্রেড করতে হবে। আমি কিন্তু এইভাবেই এই ব্যবসা সম্পর্কে শিখতে আছি আর সেটা হতেই আমি আমার অনুভূতিটা শেয়ার করলাম।
-
দুনিয়ায় কোন কাজই কিন্তু সহজ নয় । প্রতিতা কাজই অনেক কষ্ট করে শিখতে হয় । ফরেক্স শেখার ক্ষেত্রেও ঠিক এমনই । দীর্ঘদিন ধরে কাজ করতে করতে তবেই ফরেক্সের কাজ ভাল ভাবে শিখতে পারা যায় । এজন্য ফরেক্স নিয়ে লিখা প্রচুর বই পরতে হয়, ভিডিও দেখতে হয়, অভিজ্ঞ মানুষের কাছে থেকে পরামর্শ নিতে হয়, নতুন এবং কঠিন বিষয় গুলো অনলাইন এ সার্চ করে দেখতে হয় এবং অনেক সময় নিয়ে প্র্যাকটিস করতে হয় । তবেই ফরেক্স ভালভাবে শিখতে পারা যায় । আর এই শেখার অনুভুতি নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি ।
-
আসলে ফরেক্স শিখা এতটা সহজ নয়। এই ব্যবসা সম্পর্কে শিখার জন্য আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে। কিন্তু যদি আমরা আমাদের ট্রেডের পাশাপাশি এই ব্যবসা সম্পর্কে শিখতে পারি তাহলে আমরা খুব আনন্দের সহিত তা শিখতে পারবো। কারণ সেই সময় আমরা শিখার পাশাপাশি কিছু উপার্জনও করতে পারবো। তবে হ্যা সেই সময়টাতে অবশ্যই আমাদেরকে অনেক কম লট এ ট্রেড করতে হবে। আমি কিন্তু এইভাবেই এই ব্যবসা সম্পর্কে শিখতে আছি আর সেটা হতেই আমি আমার অনুভূতিটা শেয়ার করলাম।